অলস্পোর্ট ডেস্ক: ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুয়েন কে তাঁর হ্যামস্ট্রিং চোটের কারণে চারমাস মাঠের বাইরে থাকতে হতে পারে। প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগের আগে এটি দলের জন্য একটা বিশাল ধাক্কা হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।
সিটি ম্যানেজার পেপ গুয়ার্দিওয়ালা ডি ব্রুয়েনের না খেলা নিয়ে মাঠে পূর্বাভাস দেওয়ার পর থেকেই সমর্থকরা হতাশ হয়ে পড়েছেন। যদিও তিনি এও জানিয়েছেন যে বেলজিয়াম অধিনায়কের অস্ত্রোপচার নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
গুয়ার্দিওয়ালা জানিয়েছেন, যদি ডি ব্রুয়েনের অস্ত্রোপচার করানো হয় তাহলে তাঁকে তিন থেকে চার মাস মাঠের বাইরে রাখা হবে। ‘‘আমাকে বলতেই হচ্ছে, কেভিনের এই চোট পাওয়া আমাদের জন্য খুব বড় একটা ধাক্কা। তার পাশাপাশি খুব বড় একটি ক্ষতি ও,’’ বুধবার গ্রিসে সেভিয়ার বিরুদ্ধে উয়েফা সুপার কাপের আগে একটি সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন তিনি।
‘‘কেভিন এমন একজন উচ্চমানের খেলোয়াড় যাকে ছাড়া একটা অথবা দুটো গেমে খেলা গেলেও লম্বা সময় ধরে তাঁকে বাদ দিয়ে খেলা দলের জন্য খুবই কঠিন হবে,’’ যোগ করেন গুয়ার্দেওয়ালা।
শুক্রবার বার্নলেতে ৩-০ ব্যবধানে জেতে ম্যানচেস্টার সিটি। তবে প্রিমিয়ার লিগের প্রথমার্ধের মাঝপথেই হ্যামস্টিং চোট নিয়ে বেরিয়ে যান ব্রুয়েন।
জুনে ইন্টার মিলানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জয়ের সময়ও ৩২ বছরের ডি ব্রুয়েন একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন। গত মরসুমে তিনি এক মিনিটও খেলেননি। তবে ৬ অগস্ট কমিউনিটি শিল্ডের দ্বিতীয়ার্ধে বিকল্প হিসাবেমাঠে ফেরেন তিনি। কিন্তু পেনাল্টি শুটআউটে আর্সেনালের কাছে হেরে যায় তাঁর দল।
‘‘সিদ্ধান্ত নেওয়ার আগে আমি তাঁর ডাক্তার, ফিজিও সকলের সঙ্গেই কথা বলেছিলাম। এমন কী কেভিন কেও বার বার জিজ্ঞেস করেছিলাম। সে আমাকে বলেওছিল যে সে ভাল বোধ করছে। তাই আমি বলেছিলাম ‘ঠিক আছে, হাফটাইমের পর শুরু করো’ কিন্তু এত কিছুর পরেও এটা ঘটে গেল।’’
‘‘সত্যি বলতে আমি জানতাম না বিষয়টা এতটাই গুরুতর, আমি আর কী বলতে পারি? ও ক্লাবের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। নিশ্চিতভাবেই আমরা তাঁকে মিস করব। তবে তাঁর এই খারাপ সময় অবশ্যই আমরা তাঁর পাশে থাকার চেষ্টা করব। চোট কেউই চায় না, বলেছেন কোচ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার





