অলস্পোর্ট ডেস্ক: দীর্ঘ টানাপড়েনের পর শেষ পর্যন্ত আনোয়ার আলি নিয়ে সিদ্ধান্ত হল। শোনা যাচ্ছে আপাতত চার মাসের জন্য নির্বাসিত করা হয়েছে তাঁকে। যার ফল আইএসএল-এর প্রথম পর্বে খেলা হচ্ছে না তাঁর। ইস্টবেঙ্গল বা দিল্লি এফসি তাঁর সঙ্গে চুক্তি করতে পারবে না। এর সঙ্গে আগামী দুটো উইন্ডোতে ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি কোনও ফুটবলারকে সই করাতে পারবে না। ফেডারেশনের এই সিদ্ধান্ত ইস্টবেঙ্গলের এই মরসুমের দল গঠনে একটা বড় ধাক্কা। তাঁকে রেখেই যাবতীয় পরিকল্পনা করে রেখেছিল লাল-হলুদ। এবার সে গুড়ে বালি।
পাশাপাশি মোহনবাগান পাবে ১২.৯ কোটি টাকার ক্ষতিপূরণ। সেই ক্ষতিপূরণ আনোয়ার, ইস্টবেঙ্গল বা দিল্লি এফসি, যে কেউ দিতে পারে।
দিল্লি এফসি থেকে লোনে মোহনবাগানে যোগ দিয়েছিলেন আনোয়ার আলি। আর সবুজ-মেরুন জার্সিতেই তাঁর সাফল্য। সেখানে থেকেই জাতীয় সিনিয়র দলের নিয়মিত সদস্য হয়ে ওঠা। মোহনবাগান রক্ষণের অন্যতম ভরসা ছিলেন তিনি। চোটের জন্য দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার সময় গত মরসুমে সমস্যায় পড়েছে মোহনবাগান রক্ষণ। তিনি এতটাই নিজেকে অপরিহার্য করে তুলেছিলেন। কিন্তু সব গন্ডগোল হয়ে গেল তাঁর ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার সিদ্ধান্ত।
তিনি মোহনবাগানের সঙ্গে লোনের চুক্তি ভেঙে দিল্লি এফসিতে ফিরে গিয়ে সেখান থেকে সই করেছিলেন ইস্টবেঙ্গলে। ইস্টবেঙ্গলের সঙ্গে পাঁচ বছরের চুক্তিও করেছিলেন। তাঁর পরই নড়েচড়ে বসে মোহনবাগান। ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির দ্বারস্থ হয় মোহনবাগান। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয় অন্যায়ভাবে আনোয়ার মোহনবাগানের সঙ্গে চুক্তি ভেঙেছিল। জানি গিয়েছে এর বিরুদ্ধে আইনি পরামর্শ নিচ্ছে ইস্টবেঙ্গল। বিশেষ করে আগামী দুই ট্রান্সফার উইন্ডোতে প্লেয়ার নিতে না পারার সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানাবে ক্লাব।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার