অলস্পোর্ট ডেস্ক: এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের কথা মাথায় রেখে এবং দলের রক্ষণকে আরও শক্তিশালী করতে পর্তুগালের ডিফেন্ডার ধুনো মিগুয়েল পেরেইরা রেইসকে দলে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। জেমি ম্যাকলারেনের সঙ্গে মেলবোর্ন সিটির জার্সিতে খেলা নুনো যোগ দেওয়া সপ্তম বিদেশি পেয়ে গেল মোহনবাগান। ইতিমধ্যেই ভিসার জন্য আবেদন জানিয়েছেন তিনি। ভিসা পেলেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। ছয় ফুট উচ্চতার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশের এই ফুটবলার পর্তুগাল যুব দলের অধিনায়কত্ব করেছেন। যুব পর্যায়ে পর্তুগালের জার্সিতে ৭৫টি ম্যাচ খেলেছেন তিনি।
সিনিয়র পর্যায়ে তিনি ফ্রান্স, বেলজিয়াম, গ্ৰিস, বুলগেরিয়া, অস্ট্রেলিয়ার এ লিগে খেলছেন। তিনটা এ লিগ ও মেলবোর্ন সিটির হয়ে একটি চ্যাম্পিয়নশিপ জিতেছেন। নুনোর সব থেকে বড় সুবিধে তিনি স্টপার ছাড়াও খেলতে পারেন সেন্ট্রাল ভিডিও হিসেবেও। হেড, বল স্ন্যাচিং, পাসিংয়ে তিনি দক্ষ। এসিএল টু-তে এবার কঠিন গ্ৰুপে পড়েছে মোহনবাগান। তার আগে দলকে আরও শক্তিশালী করতেই নুনোকে নেওয়া।
নুনো মোহনবাগানে যোগ দেওয়ার পর বলেন, “আমার কাছে অনেকগুলো দেশে খেলার প্রস্তাব ছিল। ভারতের বেশ কয়েকটি ক্লাবও যোগাযোগ করেছিল। তার মধ্যে কলকাতার একটি ক্লাবেরও প্রস্তাব পাই। আমার মোহনবাগানে যোগ দেওয়ার মূল কারণ ক্লাবের ঐতিহ্য, ধারাবাহিক সাফল্য। এছাড়া ক্লাবের ফুটবল ম্যানেজমেন্টের পেশাদারিত্ব আমাকে মুগ্ধ করেছে। খোঁজ নিয়ে দেখেছি, মোহনবাগান সুপার জায়ান্ট সব সময় চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই দল গড়ে। আমিও খুব তাড়াতাড়ি আসছি।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার