অলস্পোর্ট ডেস্ক: ডুরান্ড কাপের লড়াইয়ে, শুক্রবার দিল্লি এফসি বনাম চেন্নাইয়ন এফসির ম্যাচ চলাকালীন চেন্নাই এফসির প্রধান কোচ ওয়েন কোহেল এবং দিল্লি এফসির মালিক রঞ্জিত বজাজ বিতর্কে জড়িয়ে পড়েন। মাঠের মধ্যে দু’জনে একে অপরের প্রতি কটূক্তি ছুড়ে দেন। কোহেল এবং তাঁর সহকারী মাঠের মধ্য অন্যায় ব্যবহারের জন্য হলুদ কার্ড দেখেন এবং বজাজকে মাঠ ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
১৮ অগস্ট, চেন্নাইয়ন এফসি ২-১ গোলে হারিয়ে দেন দিল্লি এফসিকে। কিন্তু সেই ফলকে ছাপিয়ে গিয়েছে দুই পক্ষের বিবাদ। ম্যাচের পরে চেন্নাইয়ন এফসি, ডুরান্ড কাপ আয়োজক কমিটি এবং এআইএফএফ এর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করে। যেখানে বলা হয়, বজাজ তাদের প্রধান কোচ এবং তার সহকারীর উদ্দেশে বর্ণবৈষম্যমূলক মন্তব্য করেছেন। তবে বজাজ অভিযোগের জবাব দিয়ে পাল্টা দাবি করেন যে কোহেলই তাঁকে প্রথমে বর্ণবৈষম্যমূলক মন্তব্য করেন। দিল্লি এফসি মালিক বজাজ টুইটারে এই বিষয়ে সরব হন।
তিনি লেখেন, ‘‘একজন বিদেশি আমার দেশে এসে রয়েছেন এবং আমাকে ও আমার কোচকে বলছেন, ‘আপনি নিজের জায়গায় থাকুন’ এবং আমাদের ‘ব্লাডি বুঁফো’ বলে অভিহিত করেছেন, যা আক্ষরিক অর্থে সবচেয়ে বর্ণবৈষম্যমূলক উক্তি। যেখানে তাদের সঙ্গে আমাদের দেশের পূর্ব ইতিহাস জড়িয়ে রয়েছে। এছাড়াও আমাদের উদ্দেশে তিনি বলেন কেন ‘আমরা ভারতীয়রা’ ফুটবলে এগোতে পারি না। তারপর যখন সে বুঝতে পারে যে আমি তাঁর এই বর্ণবাদী আচরণ সম্পর্কে রেফারিকে অভিযোগ করেছি, তখন তিনি মুখ বাঁচাতে পাল্টা অভিযোগ নিয়ে এসেছেন আমার বিরুদ্ধে, কিন্তু বাস্তবে তিনি এবং তার সহকারী তাদের উস্কানিমূলক আচরণের জন্য হলুদ কার্ড দেখেন, সঙ্গে তাদের পাল্টা দেওয়ার জন্য আমাকে মাঠ থেকে বের করে দেওয়া হয়েছিল।’’
চেন্নাইয়ন এফসি গ্রুপ পর্বের তিনটি ম্যাচ জিতে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার