সুচরিতা সেন চৌধুরী: যে কারণে ডুরান্ড কাপ ২০২৪-র ডার্বি বাতিল করে দেওয়া হল তা কিন্তু থামানো গেল না। এই ডার্বির মঞ্চেই দুই চিরপ্রতিদ্বন্দ্বি দল ইস্টবেঙ্গল ও মোহনবাাগান একসঙ্গে প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সেই প্রতিবাদ ঘিরে অশান্তির আশঙ্কায় বাতিলই করে দেওয়া হয় ডার্বি। তার সঙ্গে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে যাওয়া হয় কলকাতার বাইরে। শেষ পর্যন্ত ক্লাব কর্তৃপক্ষের অনুরোধে সেমিফাইনাল ও ফাইনাল আবার ফেরানো হয় কলকাতায়। কিন্তু ফুটবল মাঠে প্রতিবাদ থামানো যায়নি।
ডার্বির দিনের প্রতিবাদ লেখা থাকবে ভারতীয় ফুটবলের ইতিহাসে। যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডান সমর্থকরা প্রতিবাদে নেমেছিলেন তা নজিরবিহীন। তার পর থেকে কিন্তু আটকানো যায়নি ফুটবল মাঠের প্রতিবাদ। সে কলকাতা লিগ হোক বা বয়সভিত্তিক আন্তর্জাতিক ম্যাচ, প্রতিবাদে সরব হয়েছেন ফুটবলাররা। গ্যালারিকে সাময়িক থামানো গেলেও মাঠের মধ্যে ফুটবলারদের আটকাবে কে? আর কলকাতায় ডুরান্ড ফিরতেই গ্যালারিতে দেখা গেল সেই প্রতিবাদ।
মোহনবাগানের সেমিফাইনাল ম্যাচে প্রাথমিকভাবে টিফো নিয়ে ঢোকা নিষিদ্ধ করেছিল বিধাননগর কমিশনারেট। তার বিরুদ্ধে মামলা হয় উচ্চ আদালতে। উচ্চ আদালত স্টেডিয়ামে টিফো নিয়ে যাওয়ার অনুমতি দেয়। যদিও ম্যাচ শুরুর আগে টিফো নিয়ে ঢুকতে না পারায় ম্যাচ শেষে মোহনবাগান গ্যালারি থেকে সেই প্রতিবাদের জ্বলন্ত ভাষা নেমে আসে যুবভারতীতে। সেখানে লেখা ছিল “হাতে হাত রেখে লড়াই, আমাদের বোনের বিচার চাই!” আর এদিন ম্যাচ শুরুর আগেই গ্যালারি থেকে নেমে এল প্রতিবাদের টিফো।
হাজার ৫২-এর ডুরান্ড কাপ ২০২৪ ফাইনালের গ্যালারি থেকে আবারও দেখা গেল সেই প্রতিবাদ। আকাশের ব্যাকগ্রাউন্ডে অর্ধেক চাঁদ আর ভিক্টোরিয়ার পরী। নিচ থেকে উঠে আসছে একাধিক মুষ্টিবদ্ধ হাত। আর সেই হাতের উপর দিয়ে একাধিক চাঁদ যেন কাস্তে। নিচে ব্যানারে লেখা, “তোর ভয় নেই বোন, আমরা প্রতিবাদ করতে জানি”। সেদিন ম্যাচ শেষে মোহনবাগানের নামের জয়ধ্বনির থেকেও বেশি শোনা গিয়েছিলেন “জাস্টিস ফর আরজি কর”। দল ফাইনালে, আনন্দ তো থাকবেই কিন্তু প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেনি বাংলার ফুটবলপ্রেমী জনতা। যা আবারও প্রমান হয়ে গেল ডুরান্ড ফাইনালের মঞ্চে। দল হেরে গেলেও প্রতিবাদ থামেনি। কুর্নিশ মোহনবাগান সমর্থকদের। ইস্টবেঙ্গল সমর্থকরা এই প্রতিবাদটার সুযোগ পেল না।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার