অলস্পোর্ট ডেস্কঃ ফুটবলে ক্লাব বনাম ইনভেস্টর ঝামেলা নতুন কিছু নয়। মহমেডান ক্লাবে যাতে এই ঘটনা না ঘটে তাঁর জন্য সচেষ্ট কর্তারা। যা খবর তাতে করে ইনভেস্টর বাঙ্কারহিলের সঙ্গে সমস্ত মনোমালিন্য, মত পার্থক্য মিটিয়ে নিতে উদ্যোগী সাদা কালো ব্রিগেড। এই প্রসঙ্গে আশার কথা শুনিয়েছেন ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস।
বর্তমানে ক্লাবে ৫১ শতাংশ শেয়ার রয়েছে বাঙ্কারহিলের। উল্লেখ্য ৩ বছর আগেই গুরগাঁওয়ের এই কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল মহমেডান। প্রথম ২ বছর সে রকম কোনও সমস্যা হয়নি দুই পক্ষের। বরঞ্চ বাঙ্কারহিল আসার পরই কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল তারা। আইলিগ, ডুরান্ড কাপেও রানার্স আপ হয় মহমেডান। তবে গত বছর পারফরম্যান্স আশাপ্রদ হয়নি।
রবিবার বাঙ্কারহিল কর্তা দীপক কুমার সিংয়ের সঙ্গে আলোচনায় বসেছিলেন মহমেডান কর্তারা। সেখানে ইতিবাচক কথাবার্তা হয়েছে। ফুটবল স্বত্ব নিয়েই সমস্যা চলছে। সূত্রের খবর, ৬৪ শতাংশ শেয়ার ছাড়তে দিতে একেবারেই রাজি নয় মহমেডান কর্তারা। আলোচনার মাধ্যমে রফাসূত্র খুঁজে বের করতে চাইছে দু-পক্ষই।
এই প্রসঙ্গে ক্লাবের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাসের সঙ্গে কথা হলে তিনি বলেন, “আমাদের সঙ্গে ইনভেস্টরদের ইতিবাচক কথাবার্তা হয়েছে। সমস্যা মিটিয়ে আমরা একসাথে চলার ব্যাপারে আশাবাদী। মঙ্গলবার ক্লাবের কর্মকর্তাদের বৈঠক হবে। এর পরে আবার ইনভেস্টরদের সঙ্গে আলোচনা করা হবে। আশা করি নতুনভাবে পথচলা শুরু হবে।“ অন্যদিকে গুরগাঁও থেকে আইলিগ খেলার জন্য দরপত্র তুলে ফেলেছে বাঙ্কারহিল। সোমবার সেই দরপত্র জমাও দেয় তারা। যা খবর তাতে করে মহমেডানের সঙ্গে সমস্যা মিটে গেলে দরপত্র ফিরিয়ে নেবে বাঙ্কারহিল। তা না হলে তখন নিজেদের আইলিগ দল গঠনে নামবে বাঙ্কারহিল। মহমেডানও সেই ক্ষেত্রে বিকল্পও ইনভেস্টরের খোঁজ করে রাখতে চাইছে। বকেয়া ১ কোটি ১০ লক্ষ টাকা মিটিয়ে দেওয়া হবেও বলে জানিয়েছে বাঙ্কারহিল। সোমবার থেকে অনুশীলনে শুরু করেছে দিয়েছে মহমেডান স্পোর্টিং।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার