অলস্পোর্ট ডেস্ক: মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে সোমবার নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিপক্ষে তাদের ৩-২ ব্যবধানে জয়ে তার প্রথম সিনিয়র দলের হয়ে গোল করার পর ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস উচ্ছ্বসিত।আনোয়ার আলির বিদায়ের পর এই মরসুমে হোসে মোলিনার প্রথম একাদশে নিয়মিত জায়গা করে নিচ্ছেন তিনি। মোহনবাগানের হয়ে এই মরসুমে ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) দুই ম্যাচেই পুরো ৯০ মিনিট খেলেছেন তিনি। তিনি যে রক্ষণ সামলানোর পাশাপাশি সেটপিস থেকে গোলও করতে পারেন তা প্রমান হয়ে গিয়েছে সোমবার।
দীপেন্দুর ফুটবল কেরিয়ারের সব থেকে বড় মুহূর্তটি এল নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচের দশম মিনিটে। দিমিত্রিওস পেত্রাতোসের ফ্রি-কিকে লাফিয়ে হেডে গোল করে দলকে প্রথমে সমতায় ফেরান তিনি। যা সিনিয়র দলের হয়ে তাঁর প্রথম গোলটি নিশ্চিত করে দেয়। চার মিনিটে প্রাথমিক ধাক্কার পর তাঁর এই গোলই দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে।
“আমি খুব খুশি। আইএসএলে এটাই আমার প্রথম গোল। আমি অনেক ম্যাচ খেলেছি কিন্তু এটা আমার প্রথম আইএসএল গোল এবং সেটাও মোহনবাগান এসজির মতো বড় দলের হয়ে,” বলেন দীপেন্দু বিশ্বাস।
“আমি কখনওই ভাবিনি যে আমি এভাবে গোল করে দলকে সমতায় ফেরাতে পারব,” বলেন তিনি।
শেষ পর্যন্ত কঠিন হলেও এই ম্যাচ জিতে নেয় মোহনবাগান। আইএসএল ২০২৪-২৫ মরসুমের প্রথম ম্যাচ ড্র করার পর এই জয় দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। “কিছু কঠিন খেলার পর অবশেষে আমরা জিতেছি। সাম্প্রতিক ম্যাচে আমাদের কিছু ড্র এবং হার ছিল, তবে আমি আশাবাদী যে আমরা সামনের গেমগুলিতে কিছু ভাল ফলাফল পাব,” তিনি বলেন।
২১ বছর বয়সী দীপেন্দুর গত মরসুমের মাঝপথে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে আইএসএলে অভিষেক হয়েছিল, যদিও খুব বেশি গেম টাইম পাননি। এই মরসুমে যে সুযোগ তিনি পেয়েছেন এবং দল যেভাবে তাঁর উপর ভরসা রেখেছে তাতে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখতে বদ্ধপরিকর তিনি।
তিনি বলেন, “কোচ আমাকে একটি সুযোগ দিয়েছেন এবং আমার প্রতি আস্থা দেখিয়েছেন। আমি সেই আস্থা প্রমাণের জন্য কঠোর পরিশ্রম করছি এবং দলের জন্য অবদান রাখার যথাসাধ্য চেষ্টা করব।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার