অলস্পোর্ট ডেস্ক: আইএসএল ২০২৩-২৪- এর প্রথম ডার্বি খেলতে নেমেছিল মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ম্যাচের ফল ২-২। কিন্তু ম্যাচ শুরুর অনেক আগেই একটা প্রশ্ন সর্বত্র ছড়িয়ে পড়েছিল তার উত্তর ম্যাচ শেষেও পাওয়া গেল না। প্রাথমিকভাবে ম্যাচ শুরুর অনেক আগেই দুই দলের প্রথম একাদশ সামনে চলে আসে। মোহনবাগানের প্রথম একাদশে এদিন ছিল বড় চমক। প্রথম একাদশে তো ছিলেনই না রিজার্ভ বেঞ্চেও নাম নেই মোহনবাগানের অন্যতম ফুটবলার হুগো বুমৌসের। হাবাস জমানার প্রথম ম্যাচেই বুমৌসের না থাকা প্রশ্ন জাগিয়েছিল সমর্থকদের মধ্যেও।
এদিন মাঠে টিম বাসে আসেননি হুগো বুমৌস। ম্যাচের পরের সাংবাদিক সম্মেলনে তা নিয়ে জানতে চাওয়া হলে কোচ কিছু বলার আগেই থামিয়ে দলের মিডিয়া ম্যানেজার। তিনি জানান, কোনও প্রশ্ন করা যাবে না হুগো বুমৌসকে নিয়ে। কারণ জানতে চাওয়া হলে তিনি জানান, ম্যানেজমেন্টের বারণ আছে। হয়তো ক্রমশ প্রকাশ্য। হয়তো কয়েকদিনের মধ্যেই জানা যাবে সত্যিটা।
উইন্টার উইন্ডোতে বুমৌসের মোহনবাগান ছাড়া নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। কিন্তু উইন্ডো বন্ধ হওয়ার পরও তেমন কোনও ঘোষণা না হওয়ায় ধরেই নেওয়া হয়েছিল তিনি থাকছেন। যদিও কোচ হাবাসের পছন্দের তালিকায় তিনি পড়েন না। কিন্তু দল তাঁকে বাদও দেয়নি। সেই অবস্থায় তাঁর একদম দলের বাইরে চলে যাওয়াটা কোনওভাবেই প্রশ্নাতিত নয়।
একটা অংশ বলছে তিনি এদিন মাঠে এসেছিলেন, খেলাও দেখেছেন। কিন্তু দলের সঙ্গে ছিলেন না। আরও একটা অংশ বলছে, তিনি নাকি শেষ মুহূর্তে বাদ পড়েছেন। যদিও এই কথা একদমই বিশ্বাসযোগ্য নয়। কারণ ছাপা টিম লিস্ট আগেই তৈরি হয়ে যায় তাতে কোথাও বুমৌস ছিলেন না। আর এটাই নিশ্চিত করে দিচ্ছে বুমৌসের বিদায় শুধু সময়ের অপেক্ষা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার