অলস্পোর্ট ডেস্ক: ফুটবলারদের জন্যও যে শ্রমিক আইন এভাবে লাগু হতে পারে তা এই ইউরো কাপের আগে তেমনভাবে সামনে উঠে আসেনি। তবে চলতি ইউরোতে ১৬ বছর বয়সী ইয়ামালকে নিয়ে ওঠা প্রশ্নে সেই আইন সামনে চলে এসেছে। যাতে আটকে রয়েছেন স্পেনের ওয়ান্ডার বয়। তিনি এখনও ১৮ বছরে পা রাখেননি। আর সে কারণেই তাঁকে পুরো ম্যাচ খেলাতে পারছেন না লা ফুয়েন্তে। তাঁর মতো একজন প্রতিভাকে পুরো ম্যাচে পেলে যে আরও বেশি করে উপকৃত হত দল তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু আইনের ঊর্ধ্বে কেউ নন। জার্মানির শ্রম আইন মেনেই ইয়ামালকে ব্যবহার করতে হচ্ছে স্পেন কোচকে।
ইয়ামাল মূলত জার্মানির শিশু শ্রম আইনের আওতায় পড়ে গিয়েছেন, যেখানে বলা হয়েছে যে ১৮ বছরের কম বয়সীরা যে কোনও দিন রাত ৮ টার (স্থানীয় সময়) পরে কাজ করতে পারবেন না। ক্রীড়াবিদদের জন্য সামান্য ছাড় রয়েছে, যাদের রাত ১১টা পর্যন্ত ‘কাজ করার’ অনুমতি দেওয়া হয়েছে।
যদি ইয়ামাল রাত ১১ টার পরে খেলেন, তাহলে শাস্তির মুখে পড়তে হবে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনকে। জরিমানা হিসেবে দিতে হবে ৩০,০০০ ইউরো। ইউরোতে বেশিরভাগ ম্যাচই রাতে খেলেছে স্পেন। যে কারণে এক অর্ধেই খেলানো সম্ভব হয়েছে ইয়ামালকে।
বার্লিনে অলিম্পিয়াস্ট্যাডিয়নে ইংল্যান্ডের বিপক্ষে ইউরো ২০২৪ ফাইনালের আগে স্পেনের উইঙ্গার লামিন ইয়ামাল ১৭ বছরে পা দেবেন। মাত্র ১৬ বছর ৩৬২ দিন বয়সে ইয়ামাল ইউরোতে সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে রেকর্ড করে ফেলেছেন সেমিফাইনাল ম্যাচে। যখন তিনি এই সপ্তাহের শুরুতে মিউনিখে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালের ২১তম মিনিটে গোল করেন। বার্সেলোনা ফরোয়ার্ড মাইক ম্যাগনানকে পাশ কাটিয়ে ফরাসি গোলের ডানদিকের ওপরের কোণা দিয়ে বাক খেয়ে ঢুকে গিয়েছিল তাঁর গোল। যা দৃষ্টি নন্দন তো বটেই। সঙ্গে দলের জয়ের বড় ভূমিকা নিয়েছিল।
দে লা ফুয়েন্তে সেমিফাইনালে প্রায় পুরো সময়টাই খেলিয়েছিলেন ইয়ামালকে। স্টপেজ টাইমে গিয়ে শেষ পর্যন্ত তাঁকে বসিয়েছিলেন কোচ। তাঁর প্রশংসায় বলেছিলেন ফ্রান্সের বিপক্ষে তাঁর পারফরম্যান্স দেখা “একজন প্রতিভা” দেখার মতো। এখনও অনেক বছর এই প্রতিভাকে দেখা সুযোগ পাবে ফুটবল বিশ্ব।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার