অলস্পোর্ট ডেস্ক: এই টুর্নামেন্টের প্রথম ভারতীয় জয়ী দল মহামেডান স্পোর্টিং । যাদের ডুরান্ড কাপ ২০২৩-এর শুরুটা মোটেও ভাল হয়নি। তবে শুক্রবার তারা তাদের প্রথম জয় তুলে নিল। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় নৌবাহিনী ফুটবল দলকে ২-১ গোলে হারিয়ে দিল সাদা-কালো ব্রিগেড। দ্বিতীয়ার্ধে ডেভিড এবং রেমসাঙ্গা গোল দু’টি করেন। পিএম ব্রিটো নৌবাহিনীর হয়ে এমাত্র গোলটি করেন। মহামেডান তাদের প্রথম গ্রুপ বি খেলায় মুম্বই সিটি এফসি-র কাছে হেরেছিল যেখানে নৌবাহিনী এদিন তাদের প্রথম ম্যাচ খেলল।
মহমেডানের কাছে প্রথম সুযোগ আসে ম্যাচের সেরা খেলোয়াড় ডেভিড লালহলানসাঙ্গা পা থেকে ১০ মিনিটের মধ্যেই। কিন্তু তিনি লক্ষ্য ভ্রষ্ট হন। কয়েক মিনিট পরে উজবেক মির্জালোল কাসিমভের আর একটি দুর্দান্ত বল, পেয়ে গিয়েছিলেনবিকাশ সিং। কিন্তু তাতেও ব্যর্থ হন তিনি। প্রথমার্ধটা দাঁপিয়ে খেলেন কাসিমভ কিন্তু তাতে গোলের দরজা খোলেনি।
একটু পরে, নৌবাহিনী একটা আধা সুযোগ তৈরি করেছিল, ম্যাচে এটাই তাদের সেরা সুযোগ। কিন্তু লক্ষ্যে রাখতে পারেননি। প্রথমার্ধে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্রিগেডের সেরা সুযোগটি আসে আর্জেন্টিনার ফরোয়ার্ড অ্যালেক্সিস গোমেজের কাছ থেকে ফ্রি-কিকে, যখন তাঁর অসাধারণ বাঁক খাওয়া ক্রস বারে ধাক্কা খেয়ে ছিটকে যায়।
ডেভিড অবশেষে দ্বিতীয়ার্ধের মাত্র পাঁচ মিনিটে গোলের মুখ খুলতে সক্ষম বন। বিকাশ সিং-এর বল নিয়ে দৌঁড় এবং বক্সের ভিতরে স্ট্রাইকারকে লক্ষ্য করে মাপা পাস। ডেভিড তাঁর মার্কার সগায়রাজকে পিঠে নিয়েই গোলকিপার বিষ্ণুকে পরাস্ত করে প্রতিপক্ষের জালে বল জড়ান।
তারপর লালরেমসাঙ্গা ফানাই ২০ মিনিট পরে বল পেয়ে অ্যালেক্সিস নৌবাহিনীর বক্সের ঠিক বাইরে একটি সার্চিং বল নিয়ে ডেভিডকে দেন, যিনি সেই বল বক্সের মধ্যে ফেরত পাঠান রেমসাঙ্গাকে। নৌবাহিনীর রক্ষণকে কাটিয়ে রেমসাঙ্গা বল ঠেলে দেন গোলে।
মহামেডান পরের খেলা ২০ অগস্ট জামশেদপুর এফসির বিরুদ্ধে। নৌবাহিনী কয়েকদিন আগে ১৭ অগস্ট একই প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে। মুম্বই সিটি এফসি বর্তমানে দু’টির মধ্যে দু’টি জয় নিয়ে গ্রুপে এগিয়ে রয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার





