Friday, November 7, 2025
No menu items!
Google search engine
Homeফুটবলডুরান্ড কাপ ২০২৩-এই মরসুমের প্রথম ডার্বির স্বাদ পেতে পারেন ভক্তরা

ডুরান্ড কাপ ২০২৩-এই মরসুমের প্রথম ডার্বির স্বাদ পেতে পারেন ভক্তরা

অলস্পোর্ট ডেস্ক: দীর্ঘদিন পর আবার ডুরান্ড কাপ ২০২৩-এ একসঙ্গে তিন বিদেশি দল। বহু বছর ডুরান্ডে কোনও বিদেশি দলকে খেলতে দেখা যায়নি। হিসেব বলছে, ২৭ বছরের ব্যবধানে আবার ডুরান্ডে দেখা যাবে বিদেশি দলকে। ১৩২তম ডুরান্ড কাপ নিয়ে তাই উচ্ছ্বাসটাও বেশি। মনে করা হচ্ছে একই গ্রুপে ফেলা হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে। আর তাহলে মরসুমের প্রথম ডার্বি দেখা যেতে পারে ডুরান্ডের মঞ্চেই।

শুক্রবার ট্রফি ট্যুর শুরু হল। দিল্লির ক্যান্টনমেন্টের মানকেশ সেন্টার থেকে শুরু হল এই ট্যুর। ডুরান্ড কর্তৃপক্ষ সূচনা করল। সেখানে উপস্থিত ছিলেন চিফ অফ আর্মি স্টাফ জেনারেল মনোজ পাণ্ডে, এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী ও সপর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। ৩ অগস্ট থেকে শুরু হয়ে ডুরান্ড শেষ হবে ৩ সেপ্টেম্বর। প্রথম ডার্বি হতে পারে ১১ অগস্ট।

ডুরান্ড কাপের সফর দিল্লি থেকে শুরু করে ১৬টি শহরে ঘুরবে। ডুরান্ডের তিন ট্রফি এর পর যাবে বাংলাদেশ, নেপাল ও ভূটানে। এই তিন দেশ থেকে এবার ডুরান্ড কাপ খেলতে ভারতে আসছে দল। আর সবগুলোই সেনবাহিনীর দল। মোট ২৪ দলকে নিয়ে হতে চলেছে এবারের ডুরান্ড কাপ। ছ’টি গ্রুপে ভাগ করে হবে খেলা। সব গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স খেলবে কোয়ার্টার ফাইনাল। ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে কলকাতা, গুয়াহাটি, কোকরাঝাড় ও শিলংয়ে। কলকাতায় খেলবে তিন গ্রুপ, বাকি তিন গ্রুপকে ভাগ করা হবে বাকি তিন জায়গায়।

ভারতীয় সেনার তরফেও থাকছে তিনটি দল। তারা হল আর্মি, নেভি ও এয়ারফোর্স। এছাড়া থাকছে আইএসএল-এর ১২টি দলও। তার মধ্যে রয়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগানও। থাকছে আই লিগের দলও। ডুরান্ড কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে মহমেডান স্পোর্টিং, গোকুলাম কেরল, রাজস্থান ইউনাইটেড, দিল্লি এফসি ও শিলং লাজংকে। নতুন দল হিসেবে দেখা যাবে অসমের ক্লাব বোড়োল্যান্ড এফসিকে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments