অলস্পোর্ট ডেস্ক: গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট, কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ২৭ জুলাই, ২০২৪-এ ১৩৩তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে কাশ্মীরের ডাউনটাউন হিরোস এফসি-এর মুখোমুখি হবে। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬টায়। গ্রুপ পর্বের ম্যাচগুলি ১৮ অগস্ট শেষ হবে। মোহনবাগান ও ইস্টবেঙ্গল এবার একই গ্ৰুপে রয়েছে। যার ফলে গ্ৰুপ পর্বেই দেখা যাবে ডার্বি। ১৮ আগস্ট কলকাতার যুবভারতী ক্রিড়াঙ্গনে এবারের ডুরান্ড কাপ ডার্বি। মরসুমের দ্বিতীয় ডার্বি।
১৩৩তম ডুরান্ড কাপের ৪৩টি ম্যাচ সোনি স্পোর্টস নেটওয়ার্কে লাইভ সম্প্রচারিত হবে এবং সেইসাথে সোনি লিভ ওটিটি প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিম করা হবে।
গ্রুপ এ, বি এবং সি-র ম্যাচগুলি কলকাতায় অনুষ্ঠিত হবে। প্রথমবার ডুরান্ড কাপ আয়োজন করছে জামশেদপুর। সেখানে গ্রুপ ডি ম্যাচগুলি আয়োজিত হবে। সেখানে প্রথম ম্যাচে জামশেদপুর এফসি বাংলাদেশ আর্মি ফুটবল টিমের মুখোমুখি হবে। টুর্নামেন্টে দু’টি বিদেশি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। তাঁর মধ্যে একটি বাংলাদেশ আর্মি।
মহমেডান তাদের ডুরান্ড কাপ যাত্রা শুরু করবে ২৮ জুলাই ইন্টার কাশীর বিরুদ্ধে। ম্যাচ হবে কিশোর ভারতী স্টেডিয়ামে। ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ খেলবে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরূদ্ধে ২৯ জুলাই সল্টলেক স্টেডিয়ামে।
৩০ জুলাই কোকরাঝারে গ্রুপ-ই ম্যাচ শুরু হবে। স্থানীয় দল বোডোল্যান্ড এফসি আইএসএল-এর নর্থইস্ট ইউনাইটেড এফসি-এর সঙ্গে খেলবে। শিলংও প্রথমবার ডুরান্ড কাপ আয়োজন করবে। গ্রুপ-এফ-এর প্রথম ম্যাচে ২ অগস্ট, ২০২৪-এ শিলং লাজং এফসি নেপালের ত্রিভুবন আর্মি ফুটবল দলের মুখোমুখি হবে। দ্বিতীয় বিদেশি দল নেপালের।
কলকাতার যুবভারতী এবং কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলাগুলো হবে। জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স, কোকরাঝারের এসএআই স্টেডিয়াম এবং শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়াম হল টুর্নামেন্টের বাকি ভেন্যু। মোট ২৪টি দলকে ছয়টি গ্রুপে ভাগ করা হয়েছে। ছয়টি গ্রুপ সেরা এবং দু’টি সেরা দ্বিতীয় স্থান অধিকারকারী দল নকআউটের যোগ্যতা অর্জন করবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার