অলস্পোর্ট ডেস্ক: ডুরান্ড কাপ ২০২৪-এর কোয়ার্টার-ফাইনাল সূচি ঘোষণা করা হল ড্রয়ের মাধ্যমে। শনিবার আরজি কর কাণ্ডের জেরে বাতিল করে দেওয়া হয়েছে ডুরান্ড ডার্বি। শনিবার দীর্ঘ ম্যারাথন বৈঠকের পর এই সিদ্ধান্ত জানায় আয়োজকরা। যার পর হারিয়ে গিয়েছে টুর্নামেন্টের আসল আকর্ষণ। শুধু তাই নয়, কলকাতা থেকেই সরিয়ে দেওয়া হয়েছে বাকি সব খেলা। আর এর মধ্যেই ঘোষণা হল কোয়ার্টার ফাইনালের দল ও সময়।
শনিবার শিলংয়ে এফসি গোয়া বনাম শিলং লাজং এফসি গ্রুপ এফ-এর খেলা শেষ হওয়ার সঙ্গেই নিশ্চিত হয়ে যায় কোন আট দল কোয়ার্টার ফাইনালে খেলবেন। এর পর ভিডিও কলের মাধ্যমে যোগ্যতা অর্জন করা সব দলের প্রতিনিধিরা এই ড্রয়ে অংশ নেন। এরপর তাদের সামনে লাইভ ড্র হয় এবং প্রতিটি ভেন্যুতে খেলার জন্য দু’টি দল চূড়ান্ত করা হয়।
খেলার অবস্থা বিবেচনা করে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল কলকাতা থেকে শিলংয়ে স্থানান্তরের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
২৭ জুলাই ১৩৪তম ডুরান্ড কাপ শুরু হয়, যার ফাইনাল হবে ৩১ অগস্ট বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে হওয়ার কথা। এই বছরের সংস্করণে মোট ২৪টি দল অংশ নিয়েছিল, যার মধ্যে নেপালের একটি বিদেশী দল এবং ভারতের শীর্ষ ফুটবল লিগ আইএসএল-এ খেলা ১২টি দল ছিল।
দেখে নেওয়া যাক কোয়ার্টার ফাইনালের সূচি:
কোয়ার্টার-ফাইনাল ১ (২১ অগস্ট, সাই স্টেডিয়াম, কোকরাঝাড়):
নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম ইন্ডিয়ান আর্মি ফুটবল টিম, বিকাল ৪টে
কোয়ার্টার-ফাইনাল ২ (২১ অগস্ট, জওহরলাল নেহরু স্টেডিয়াম, শিলং): শিলং লাজং এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি, সন্ধ্যা ৭টা
কোয়ার্টার-ফাইনাল ৩ (২৩ অগস্ট, ২০২৪, জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স, জামশেদপুর): মোহনবাগান সুপার জায়ান্ট বনাম পঞ্জাব এফসি, বিকাল ৪টে
কোয়ার্টার-ফাইনাল ৪ (২৩ অগস্ট, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা): বেঙ্গালুরু এফসি বনাম কেরালা ব্লাস্টার্স এফসি, সন্ধ্যা ৭টা
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার