অলস্পোর্ট ডেস্ক: তৈরি দল, প্রস্তুত মঞ্চ। এবার শুধু বল গড়ানোর অপেক্ষা। বৃহস্পতিবার ফোর্ট উইলিয়ামে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি ও সেনাবাহিনীর কর্তাদের উপস্থিতিতে ঢাকে কাঠি পড়ে গেল ডুরান্ড কাপ ২০২৪-এর। এই প্রথম চারটি জায়গায় হতে চলেছে টুর্নামেন্ট। গত পাঁচ বছর ধরে পশ্চিমবঙ্গেই হচ্ছে ডুরান্ড কাপ। তাঁর আগে ডুরান্ড মানেই ছিল দিল্লি। তবে সাফল্যের সঙ্গে ডুরান্ড আয়োজন করতে পেরে খুশি স্বয়ং ক্রীড়ামন্ত্রী। কৃতিত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
ক্রীড়ামন্ত্রী জানালেন, এবার টিকিট বন্টন ও বিক্রির বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতার তিন দল ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডানের সব ম্যাচ কলকাতায়। সঙ্গে সেমিফাইনাল ও ফাইনালও হবে এখানেই। এবার যুবভারতী ক্রীড়াঙ্গনের পাশাপাশি খেলা হবে কিশোর ভারতী স্টেডিয়ামেও। মনে করা হচ্ছে মহমেডানের খেলাগুলো দেওয়া হতে পারে কিশোর ভারতীতে।
তিন প্রধানের সদস্য, সমর্থকরা যাতে নির্বিঘ্নে খেলা দেখতে যেতে পারে স্টেডিয়ামে সেকারণে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অরূপ বিশ্বাস বলেন, “এবার তিন প্রধানের সব ম্যাচের জন্য ৫০০০ করে টিকিট দেওয়া হবে ক্লাবগুলোতে। ডার্বির ক্ষেত্রে দুই দলকেই ৫০০০ করে টিকিট দেওয়া হবে। আইএফএ-কে দেওয়া হবে ১২০০ টিকিট।” এটা শুধু যুবভারতীতে ক্ষেত্রে। কিশোর ভারতীর ক্ষেত্রে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান কে দেওয়া হবে ২০০০ করে টিকিট এবং আইএফএ-কে দেওয়া হবে ৫০০ টিকিট।
গত বছর টিকিট নিয়ে বিভিন্ন রকমের অশান্তি তৈরি হয়েছিল। অনেকক্ষেত্রেই ক্লাবগুলোর কাছে পর্যাপ্ত টিকিট না পৌঁছানোয় রাগ, ক্ষোভের সৃষ্টি হয়েছিল। এবার তাই শুরু থেকেই এই বিষয়টিতে নজর দিয়েছেন ক্রীড়ামন্ত্রী। টিকিটের মূল্য রাখা হয়েছে ৫০ থেকে ৩০০ টাকার মধ্যে। এবং ডার্বির ক্ষেত্রে সেটা ১০০ থেকে ৩৫০ টাকার মধ্যে। এছাড়া অনলাইন টিকিট যেমন থাকবে তেমনই থাকছে কাউন্টার টিকিট। ক্লাবের ম্যাচের টিকিট ক্লাব কাউন্টার থেকেও বিক্রি করা হবে। সমর্থকদের সুবিধার্থে এই ব্যবস্থা বলে জানালেন অরূপ বিশ্বাস।
সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে পুরস্কার মূল্যে কোনো পরিবর্তন হচ্ছে না। গত বছরের মত এই বছরও পুরস্কার মূল্য থাকছে এক কোটি টাকা। তাঁর মধ্যে ৬০ লাখ টাকা পাবে বিজয়ী দল। রানার্স আপ দল পাবে ৩০ লাখ টাকা। এবং ১০ লাখ টাকা ভাগ করা হবে গোল্ডেন বুট, গোল্ডেন বল ও গোল্ডেন গ্লাভসজয়ী ফুটবলারের মধ্যে। আর্মির তরফে এও জানানো হয়েছে কলকাতাসহ বাকি তিন মেন্যুতে ও হবে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। ২৭ জুলাই শুরু হচ্ছে কলকাতা পর্ব। ১৮ অগস্ট ডার্বি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার