অলস্পোর্ট ডেস্ক: বুধবার ডুরান্ড কাপ ২০২৪-এর ম্যাচের শেষের দিকে একটি অসাধারণ মুহূর্ত তৈরি হল। যে ছবি ধরা থাকবে ডুরান্ডের ইতিহাসে। গত কয়েকদিন ধরে প্রকৃতির রোষানলে ধ্বংসের রূপ নিয়েছে কেরলের ওয়াইনাদ। প্রবল বৃষ্টি, ভূমিধসের কবলে পড়ে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে গ্ৰামের পর গ্ৰাম। প্রাণ হারিয়েছেন প্রচুর মানুষ। আর এদিন ইস্টবেঙ্গলের সিনিয়র জার্সিতে প্রথম গোল করেই যেন ওয়াইনাদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন কেরলের মালাপ্পুরম থেকে উঠে আসা জেসিন টিকে।
২৪ বছর বয়সী ফরোয়ার্ডকে ৮২ মিনিটে হেড কোচ কার্লেস কুয়াদ্রাত মাঠে নামান মাদিহ তালালের জায়গায়, যিনি এদিন দলের হয়ে গোলের মুখ খুলেছিলেন।
দ্বিতীয়ার্ধের স্টপেজ টাইমের তৃতীয় মিনিটে, জেসিন ডাউনটাউন ব্যাকলাইন থেকে একটি মিসপাস ধরে গোলের মুখ খুলে ফেলেন। তার আগে অবশ্য ২-১ গোলে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। দলের হয়ে ৩-১ করেই হলুদ টি-শার্টটি তুলে ধরেন জেসিন। সেখানে লেখা ছিল, “শক্তিশালী থেকো ওয়াইনাদ। আমরা আপনাদের সঙ্গে আছি। এটা আপনাদের জন্য।”
এদিন কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে তাদের দ্বিতীয় ডুরান্ড কাপ ২০২৪ ম্যাচে ডাউনটাউন হিরোসের বিরুদ্ধে ইমামি ইস্টবেঙ্গল ৩-১ গোলে জিতে দুই ম্যাচে জয় পয়েন্ট নিয়ে গ্ৰুপ শীর্ষে রয়েছে। জেসমিন ছাড়া ইস্টবেঙ্গলের হয়ে বাকি দু’টি গোল করেন মাদিহ তালাল (২৩’) ও সল ক্রেসপো (পেনাল্টি-৩৬’)। টানা দ্বিতীয়বার প্লেয়ার অফ দ্য ম্যাচও হলেন তালাল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার