অলস্পোর্ট ডেস্ক: ইস্টবেঙ্গল এফসি মঙ্গলবার ইস্টবেঙ্গল গ্রাউন্ডে তাদের দ্বিতীয় সুপার সিক্স চ্যাম্পিয়নশিপ রাউন্ড ম্যাচে সুরুচি সংঘকে ৫-০ গোলে হারিয়ে চলতি কলকাতা ফুটবল লিগ প্রিমিয়ার ডিভিশনে তাদের অপরাজিত থাকার দৌড়ৎঅব্যাহত রাখল।
এদিন কোচ বিনো জর্জ কলকাতা কাস্টমসের বিরুদ্ধে খেলা জয়ী দলে তিনটি পরিবর্তন করেন। তাও শুরু থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করে, প্রথমার্ধেই চার গোল তুলে নেন ইস্টবেঙ্গল।
জেসিন টিকে-এর নিখুঁত পাসের শেষের দিকে আমন সিকে ৯ মিনিটে প্রথম গোল করে গোলের দরজা খোলেন। তাঁর বাঁ পায়ের জোড়াল শট বক্সের বাঁ কোণা দিয়ে ঢুকে যায় গোলে।
তাঁর পরই পিভি বিষ্ণু ১৭ মিনিটে ইস্টবেঙ্গলের লিড দ্বিগুণ করেন ঠিকই কিন্তু এই গোলের পিছনে জেসিনের বাঁ দিক থেকে দুর্দান্ত মাপা পাসে গোলের ঠিকানা লেখা ছিল।
ইস্টবেঙ্গল তাদের তৃতীয় গোলটি করে ২৬ মিনিটে। বিষ্ণুর কাছ থেকে পাওয়া একটি পাস ধরে বক্সের মধ্যে ঢুকে পড়েন সায়ন বন্দ্যোপাধ্যায় এবং তার বাড়িয়ে দেন জেসিনকে। যিনি গোলের সামনে তাঁর শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণনা করতে পারলেও গোল করতে ভুল করেননি।
৪১ মিনিটে আমান তাঁর দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করে প্রথমার্ধ শেষ করেন। তবে প্রথমার্ধে যে পর পর গোলের দৃশ্য তৈরী হল তাতে মনে করা হয়েছিল দ্বিতীয়ার্ধে পরিমাণ আরও বাড়বে কিন্তু তেমনটা হল না। আর মাত্র একটিই গোল এল বাকি ৪৫ মিনিটে। ম্যাচের ৭৩ মিনিটে পরিবর্ত হিসেবে নামা রোশল পিপি শেষ কাজটি করে দেন। ম্যাচের সেরা হয়েছেন অমন সিকে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার