অলস্পোর্ট ডেস্ক: ঘটা করে উন্মোচন হয়ে গেল ২০২৪-২৫ মরসুমের ইস্টবেঙ্গল দল। উন্মোচনই বটে! এক কথায় ঝাঁ চকচকে দল ঘোষণা। যেন ফ্যাশন শো-এর মঞ্চ। দু’দিকের সিড়ির মাঝখান দিয়ে এক এক করে নেমে আসছিলেন ফুটবলাররা। তবে পজিশন অনুযায়ী ভাগ করেই দল এল সামনে। সঙ্গে ব্যাকগ্ৰাউন্ডে ইস্টবেঙ্গলের গান। দু’দিকের সিঁড়িতে বসে অনুষ্ঠানের অতিথিরা। এই অনুষ্ঠান অবশ্য ছিল সাংবাদিকদের জন্য। সেই সাংবাদিকদের মধ্যে দিয়েই একে একে নেমে এলেন ফুটবলাররা।
প্রথমে ঘোষণা হল গোলকিপারদের নাম। নেমে এলেন দলের দুই গোলকিপার প্রভসুখন গিল ও দেবজিৎ মজুমদার। গিল আগে থেকেই রয়েছেন দলের সঙ্গে। দেবজিৎ যোগ দিয়েছেন এবার। এর পর এল ডিফেন্ডারদের পালা। ডিফেন্ডারদের পর মিডফিল্ডার আর সবার শেষে ফরোয়ার্ড। মোট ২৩ জন ফুটবলারকে এক সঙ্গে এক মঞ্চে হাজির করে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ বুঝিয়ে দিল তারা এই মরসুমের জন্য প্রস্তুত। প্রতিপক্ষকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ তারা।
গত মরসুমের সেরাদের ধরে রাখার পাশাপাশি এবার দলে যোগ হয়েছে একাধিক সেরা নাম। সেই তালিকায় যেমন রয়েছেন দিয়ামান্তাকোস তেমনি রয়েছেন জিকসন সিংয়ের মতো ভারতীয় মুখ। সবাইকে নিয়ে বাজিমাত করতে প্রস্তুত দলের হেডস্যার কার্লেস কুয়াদ্রাত। এদিন হাজির ছিলেন তিনিও। মঞ্চ থেকেই জানায়ে দিলেন এই মরসুমে তাঁর লক্ষ্যের কথা। তিনি খুশি ভাল দল করতে পেরে।
এদিনের অনুষ্ঠানে ফুটবলার, কোচ ও কর্মকর্তাদের পাশাপাশি হাজির ছিলেন স্পনসর ইমামির কর্ণধার আদিত্য আগরওয়াল ও বিভাষ আগরওয়াল। আদিত্য আগরওয়ালের কথায় ২০২২-এ যে লক্ষ্য নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছিলেন তার অনেকটাই সফলতার পথে এগিয়েছে। যার ফল সুপার কাপ জয়। তবে শুধু ঘরোয়া বা জাতীয় স্তরে নয় এবার আন্তর্জাতিক স্তরেও ছাপ রাখতে প্রস্তুত দল।
চলছে কলকাতা প্রিমিয়ার লিগ। যেখানে খেলছে জুনিয়র দল। মূল দলের পরীক্ষা শুরু হবে ডুরান্ড কাপ দিয়ে। সেটাই হবে দলকে মেপে নেওয়ার প্রাথমিক মঞ্চ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার