সুচরিতা সেন চৌধুরী: ভুটান থেকে অক্সিজেন নিয়ে ফিরেছে দল। ড্রেসিংরুমও চনমনে। অনুশীলনেও তৎপর ফুটবলাররা। অস্কার ব্রুজোঁ জমানায় দেখা গেল অনুশীলনের রাখ-ঢাক সব উধাও। যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডের ঢাকনা সরে গিয়েছে, আর সেখানেই সকালে অনুশীলন সারল লাল-হলুদ ব্রিগেড। উল্টো পাশে দাঁড়িয়ে থাকা সাংবাদিকদেরও কোনও বাধার সম্মুখিন হতে হল না। দলের মধ্যের আমূল পরিবর্তনের ইঙ্গিত কি তাহলে এটাই? দলের অন্যতম ফুটবলার নন্ধকুমার কিন্তু সোচ্চারে বলছেনই দলের মধ্যে অনেক পরিবর্তন এসেছে কুয়াদ্রাত পরবর্তী সময়ে। যদিও কোচ যে শুরুতে দলের দায়িত্ব নিয়ে রীতিমতো বিভ্রান্ত ছিলেন সেটাও জানিয়ে রাখলেন তিনি। পাশে বসা কোচের ঠোঁটের কোণায় তখন হালকা হাসি। কারণ এখনও অনেক কাজ বাকি, সেটা তিনি খুব ভাল করেই জানেন।
আইএসএল ২০২৪-২৫-এর প্রথম ডার্বি হারের পর আরও একটা ডার্বির আগে এএফসি চ্যালেঞ্জার থেকে পাওয়া আত্মবিশ্বাসকে পুঁজি করতে নারাজ কোচ। বলছিলেন, ‘‘মানসিকতার দিক থেকে এএফসিতে জয় দলের জন্য ভাল। কিন্তু বাস্তবটা একদম আলাদা। কারণ আইএসএল একদম একটা আলাদা প্রতিযোগিতা। সত্যিটা হল, আমি আসার পর দল দুটো ম্যাচ হেরেছে। এএফসি পর্ব আপাতত শেষ। আমাদের সম্ভাবনা রয়েছে পরিস্থিতির পরিবর্তন করার।’’ আর সেটাকে পুঁজি করেই আইএসএল-এ নতুন কাহিনি লিখতে চাইছেন দলের নবাগত কোচ।
মহমেডান যতই শেষ তিন ম্যাচে খারাপ পারফর্ম করুক না কেন, তাদের হালকাভাবে নিচ্ছেন না ব্রুঁজো। তাঁর মতে, এই মহমেডান দলের মধ্যে ভারসাম্য রয়েছে। বলেন, ‘‘মহমেডানে খুব ভাল ভাল প্লেয়ার রয়েছে। ওদের দলের মধ্যে একটা ভারসাম্য রয়েছে। তবে ওদের দুর্বলতাগুলো আমি সবার সামনে বলব না, ওটা আমরা কাজে লাগাব (হেসে)।’’ তিনি মনে করছেন, দুই স্থানীয় দলের লড়াই সব সময়ই কঠিন হয়। ‘‘এটা খুব সুক্ষ্ম পরিস্থিতি দুই ক্লাবের জন্যই। দুই দলের ক্ষেত্রেই রক্ষণের সমস্যা পার্থক্য গড়ে দিয়েছে। আমাদের প্রক্রিয়া, ভারসাম্যটা বুঝতে হবে জায়গাটা ধরে রাখতে হলে। এটাই শনিবারের ম্যাচের আগে আমাদের পরিকল্পনা।’’
মহমেডানের বিরুদ্ধে নামার আগে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ আরও একটা বিষয় পরিষ্কার করে দিয়েছেন। আর সেটা হল, তাঁর কাছে বিদেশি বা স্বদেশি প্লেয়ারের মধ্যে কোনও পার্থক্য নেই। তাঁর কাছে, প্রথম একাদশে জায়গা পাওয়ার একটাই শর্ত আর সেটা হল, পারফর্মেন্স। যে প্রমান করতে পারবেন সেই দলে জায়গা পাবেন। এদিন এএফসি-র তুলনায় আইএসএল-এ কম বিদেশি খেলাতে পারা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি বিদেশি বা স্থানীয় বুঝি না। আমি জাত দেখে দল গড়ি না, আমি দল তৈরি করি পারফর্মেন্স দেখে। আমরা আমাদের সেরা দল নিয়ে কাজ করছি।’’
ভারতীয় প্লেয়ারদের সম্পর্কে তিনি বলেন, ‘‘আমাদের ভারতীয় প্লেয়াররা দায়িত্ব নিয়ে খেলতে পারে। আমি ওদের নিয়ে খুশি। আমাদের এমন প্লেয়ার রয়েছে যারা একাধিক জায়গায় খেলতে পারে, যেমন জিকসন। আমরা যে প্লেয়ার যে পজিশনে সেরা তাঁকে সেখানেই ব্যবহার করি।’’ ক্লেটন সিলভাকে নিয়ে সম্প্রতি বেশ কিছু তথ্য উঠে এসেছে। শোনা গিয়েছিল, ব্রুজোঁ পছন্দ করছেন না ক্লেটনকে, তাঁকে ছাড়তে চান কোচ। তবে এদিন তিনি বলেন, ‘‘ক্লেটন নিজের সেরাটা দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। তবে আমাদের আক্রমণে অনেক বিকল্প রয়েছে। আমরা সেরা বিকল্পকেই ব্যবহার করব।’’ সঙ্গে এবার প্রথম ডার্বির মতো দলের সমর্থকদের হতাশ মুখে মাঠ ছাড়তে হোক, সেটা চান না অস্কার ব্রুজোঁ। এবার চান পরিবর্তন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার