Saturday, November 8, 2025
No menu items!
Google search engine
Homeফুটবলইস্টবেঙ্গলের ভাগ্য বদলানোই এবার লক্ষ্য:‌ অস্কার

ইস্টবেঙ্গলের ভাগ্য বদলানোই এবার লক্ষ্য:‌ অস্কার

অলস্পোর্ট ডেস্ক:‌ বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেডকে ৫-‌০ গোলে হারিয়ে ডুরান্ড কাপে যাত্রা শুরু করতে পারায় ইস্টবেঙ্গল শিবিরে খুশির হাওয়া। সবচেয়ে বড় কথা, বেশি গোলের ব্যবধানে জয়ই শুধু এল তাই নয়, বিপিন, রশিদের মতো প্রথমবার লাল হলুদ জার্সি গায়ে চাপানো ফুটবলাররা প্রথম ম্যাচেই নিজেদের দক্ষতার ছাপ রাখলেন সময় সময়। এটাই বেশি তৃপ্তি দিয়েছে ইস্টবেঙ্গলের চিফ কোচ অস্কার ব্রুজোঁকে।

একের পর এক গোল হয়েছে আর যুবভারতীতে উপস্থিত থাকা লাল হলুদ সমর্থকরা উল্লাসে ফেটে পড়েছেন। আসলে ইস্টবেঙ্গল কোচ বা ফুটবলারদের মতো তাঁদের মনেও স্বপ্নপূরণের আশা জেগেছে। দলের খেলায় অপ্রাপ্তির খরা মেটার আভাস মেলায়। ৫ গোলের জয়ে কতটা তৃপ্ত, এই প্রশ্নে কোচ অস্কারের উত্তর, ‘‌ বেশ খুশি। কারণ মাত্র তিন থেকে চারদিনের পুরো দল নিয়ে প্র‌্যাকটিস করে নিশ্চিত ছিলাম না, দল কতটা ভাল খেলবে ডুরান্ড কাপের প্রথম ম্যাচ থেকেই। কিন্তু ওরা আমাকে অবাক করেছে। দারুন খেলেছে। ইতিবাচক দিক হল আত্মবিশ্বাস। ফুটবলাররা জানে গত মরশুমে কী ঘটেছে। তাই এবার ইস্টবেঙ্গলের ভাগ্য বদলাতে মিলিত লড়াইটা প্রথম ম্যাচ থেকেই নজরে এসেছে। লক্ষ্য ডুরান্ড কাপ জেতা। গোল করার লোকের যে সমস্যা গতবার ছিল, এবার তা হবে না বলেই ইঙ্গিত মিলেছে।’‌

নবাগত বিদেশি রশিদ ও এডমুন্ড লালরিনডেকার খেলা কেমন লেগেছে?‌ প্রচারমাধ্যমের প্রশ্নে ইস্টবেঙ্গলের হেডস্যারের প্রতিক্রিয়া, ‘‌ দু’‌জনের নাম করে আলাদাভাবে পারফরমেন্স জানতে চাইছেন আপনারা। এর ফলে বলে বোঝানোর দরকার নেই ওরা কতটা নজর কেড়েছে। তবে দলের সঙ্গে ওদের প্রথম ম্যাচ। খেলতে খেলতে আরও উন্নতির দেখা মিলবে। রশিদ বুদ্ধিমান। টেকনিকালি ও ট্যাক্টিকালি সাউন্ড। মাঝমাঠ দখলে রেখে উঠে নেমে দলকে খেলিয়েছে।’‌

বিপিনের খেলা ও গোল নিয়েও ভূয়সী প্রশংসা কোচ অস্কারের গলায়। বলেন, ‘‌ বিপিন দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার। ও কোয়ালিটি ফুটবলার। ওর খেলার ধরনে প্রতিপক্ষ বোকা বনে। ওর দু’‌পা সমান চলে। কখন ও বল নিয়ে ডান পা বা বাঁ পা ব্যবহার করে ঝামেলায় ফেলবে, প্রতিপক্ষ ফুটবলাররা তা বুঝতে পারে না। ওর উপস্থিতি দলের আক্রমণের ধার নিঃসন্দেহে বাড়াবে।’‌ ৫ গোলে জয়ের রাতে একটাই উদ্বেগ থেকে গেল পিভি বিষ্ণুর চোট নিয়ে। তবে কোচ অস্কার আশ্বস্ত করলেন। বললেন, বিষ্ণুর গোড়ালিতে টুইস্ট হয়েছে। গুরুতর বলে মনে হয়নি। মেডিকেল টিম ব্যাপারটা দেখছে। আশা করছেন তিন চারদিনের বিশ্রামে বিষ্ণু ফিট হয়ে যাবেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments