অলস্পোর্ট ডেস্ক: হায়দরাবাদ এফসি শেষ মুহূর্তের গোলে তাদের তিন পয়েন্ট ছিনিয়ে নেওয়ায় হতাশ ইস্টবেঙ্গল এফসি-র হেড কোচ অস্কার ব্রুজোন। তবে এই ফলের মধ্যেও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন তিনি।
শনিবার হায়দরাবাদের জিএমসি বালাযোগী স্টেডিয়ামে জিকসন সিং ৬৪ মিনিটের মাথায় সুযোগসন্ধানী হেড করে ইস্টবেঙ্গল এফসি-কে এগিয়ে দেন। কিন্তু ৯০তম মিনিটে মনোজ মহম্মদ আরও এক অসাধারণ গোল করে হায়দরাবাদ এফসি-র হয়ে সমতা আনেন এবং কলকাতার দলের প্রায় হাতের প্রায় মুঠোয় আসা তিন পয়েন্ট ছিনিয়ে নেন।
এই ড্রয়ের পর ব্রুজোন সাংবাদিকদের বলেন, “আজ আমাদের দু’টি বিকল্প ছিল— ফলাফল ধরে রাখা অথবা ব্যবধান বাড়ানোর চেষ্টা করা। আমরা দ্বিতীয় বিকল্পটি বেছে নিয়েছিলাম। নন্দকুমার শেকর দ্বিতীয়ার্ধে অনেক সুযোগ তৈরি করেছে। আমরা বেশ কিছু বিপজ্জনক কাউন্টার-অ্যাটাকও করেছি, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত যখন ব্যবধান ১-০ থাকে, তখন প্রতিপক্ষের একটি সুযোগই পুরো ম্যাচ বদলে দিতে পারে। আজ ঠিক ঠিক সেটাই হয়েছে”।
অ্যাওয়ে ম্যাচে তারা যে বরাবরই স্বচ্ছন্দ নয়, তা এ দিন আরও একবার প্রমাণিত হল। সব মিলিয়ে ছ’টি অ্যাওয়ে ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে ইস্টবেঙ্গল। একটি জেতে ও এ দিন ড্র করে লাল-হলুদ বাহিনী। এর আগের পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে জয় পাওয়া ইস্টবেঙ্গলের যে পারফরম্যান্স দেখা গিয়েছিল, এ দিন হায়দরাবাদ এফসি-র ঘরের মাঠে সেই ছন্দে পাওয়া যায়নি তাদের। পয়েন্ট টেবলে ১৩ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের ১১তম স্থানে রয়েই গেল ইস্টবেঙ্গল।
এই ম্যাচে নিজেদের কৌশল নিয়ে অস্কার বলেন, “আজকের ম্যাচে আসল ছিল মাঝমাঠ। কেউ যদি প্রথম ৩০ মিনিট লক্ষ্য করে থাকেন, তা হলে নিশ্চয়ই দেখেছেন আমরা বেশি লং বল খেলার সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ, আমরা জানতাম হায়দরাবাদ এফসি কতটা সক্রিয়। ওরা অনেক বল কেড়ে নেয়। তাদের শেষ ম্যাচে আমরা সেরকমই দেখেছিলাম। তাই আমরা ঝুঁকি নিতে চাইনি। বিরতিতে আমরা আমাদের মিডফিল্ডারদের আরও সক্রিয় হতে বলেছিলাম এবং আর লং বল খেলতে বারণ করি। এভাবেই আমরা ধীরে ধীরে মাঝমাঠে নিয়ন্ত্রণ নিতে সফল হই”।
হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল খেয়ে প্রায় নিশ্চিত তিন পয়েন্ট খোয়ানোর পরে দলের সামগ্রিক উন্নতির দিকেই বেশি মনোনিবেশ করতে চান লাল-হলুদ কোচ। তিনি বলেন, “যতক্ষণ আমরা অ্যাওয়ে ম্যাচগুলিতে পয়েন্ট সংগ্রহ করতে পারছি, ততক্ষণ আমাদের হতাশ হওয়ার কিছু নেই। আজ সবারই মনে হচ্ছে আমরা দু’পয়েন্ট হারিয়েছি। কিন্তু তা হয়েছে অ্যাওয়ে ম্যাচে”।
শেষ তিন ম্যাচে অপরাজিত তারা। গত পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই অপরাজিত রয়েছে লাল-হলুদ বাহিনী। এই ইতিবাচক বিষয়গুলিকেই মনে রাখতে চান কোচ। বলেন, “এখন আমরা আগের চেয়ে অনেক ধারাবাহিক ভাবে এগোচ্ছি এবং পয়েন্ট অর্জন করছি, যা মরশুমের শুরুতে পারিনি। আশা করি, এই এক পয়েন্ট আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করবে, কারণ এই দলে এখনও উন্নতির অনেক জায়গা আছে”।
নতুন বছরে ইস্টবেঙ্গল এফসি তাদের প্রথম আইএসএল ম্যাচে মুখোমুখি হবে মুম্বই সিটি এফসি-র। ঘরের মাঠে ২০২৫-এর প্রথম ম্যাচে জিতে ছন্দে ফেরাই হতে চলেছে তাদের প্রধান লক্ষ্য।
(লেখা আইএসএল ওয়েব সাইট থেকে)
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার