অলস্পোর্ট ডেস্ক: মঙ্গলবার কলকাতা লিগ সুপার সিক্সের ম্যাচে ইতিহাস তৈরি করল ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ খিদিরপুরকে গোলের মালা পরাল লাল-হলুদ ব্রিগেড। কোনওভাবেই ইস্টবেঙ্গলের গোলের খিদে আটকাতে পারল না দুর্বল খিদিরপুর দল। এদিন ম্যাচ শেষ হল ১০-১ গোলে। খিদিরপুরকে বিপর্যস্ত করে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। প্রথমার্ধেই ইস্টবেঙ্গলের হয়ে হ্যাটট্রিক করলেন পি ভি বিষ্ণু এবং মহিতোষ রায়। একই ম্যাচে জোড়া হ্যাটট্রিক কলকাতা লিগের ইতিহাসে রেকর্ড।
কলকাতা লিগের গোটা মরসুম জুড়ে ভাল ফর্মেই ছিল দল ইস্টবেঙ্গল। তবে সুপার সিক্সের প্রথম ম্যাচে মহমেডানের বিরুদ্ধে হেরে যায় দল। ফলে লিগের লড়াইয়ে টিকে থাকতে এদিনের ম্যাচ জেতা প্রয়োজনীয় ছিল লাল-হলুদ শিবিরের। এদিন তারা শুধু খিদিরপুরকে হারালোই না বরং দাঁড়াতেই দিল না প্রতিপক্ষকে। তার মধ্যেই একটি গোল করল খিদিরপুর।
ম্যাচের শুরু থেকেই মাঠে তান্ডব দেখায় ইস্টবেঙ্গল। খেলা শুরুর মাত্র পাঁচ মিনিটের মধ্যেই প্রথম গোল করে এগিয়ে যায় লাল-হলুদ ব্রিগেড। এরপর দ্বিতীয় গোলটি আসে ২০ মিনিটে। দু’টি গোলই করেন বিষ্ণু। ম্যাচের ৩৬ মিনিটে আরও একটি গোল দিয়ে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন তিনি। তাঁর হ্যাটট্রিকের পরপরই প্রথমার্ধের শেষ কয়েক মিনিটের মধ্যেই হ্যাটট্রিক করে ফেলেন মহিতোষও। তিনি প্রথম দু’টি গোল করেন ৩৯ এবং ৪৪ মিনিটে। তারপর প্রথমার্ধের ইনজুরি টাইমে হ্যাটট্রিক গোলটি করেন তিনি। মাঝে ৪৩ মিনিটে খিদিরপুরের হয়ে একটি গোল করেন প্রদীপ। সেটাই তাদের প্রথম ও অন্তিম গোল। কলকাতা লিগে এই প্রথমবার একই অর্ধে দুটো হ্যাটট্রিক করলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা।
তবে এখানেই শেষ হয়ে যায়নি খেলা। দ্বিতীয়ার্ধেও চলতে থাকে লাল-হলুদ দাপট। দ্বিতীয়ার্ধে তাঁরা মোট চারটি গোল করেন। যার মধ্যে দু’টি গোল করেন সুহের (৫৬, ৮২), একটি জেসিন টিকে (৫৪) এবং আরেকটি গোল করেন পিভি বিষ্ণু। সব মিলিয়ে মোট চারটি গোল করে ম্যাচের সেরা হন বিষ্ণু। অগত্যা একটি গোল নিয়ে মাঠ ছাড়তে হয় খিদিরপুরকে। আপাতত ইস্টবেঙ্গল পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে।
অন্য ম্যাচে ডায়মন্ড হারবারকে ২-০ গোলে হারিয়ে আরও ভাল জায়গায় চলে গেল মহমেডান। যদিও এদিন প্রথমার্ধে গোল করতে পারেনি কোনও দলই। কিন্তু দ্বিতীয়ার্ধে পুরো বদলে গেল দল। ৬০ মিনিটের গোলের মুখ খুললেন আঙ্গুসানা। এর পর ম্যাচে একদম শেষে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন ডেভিড। যার ফলে কলকাতা লিগ জয়ের অনেকটাই কাছে পৌঁছে গেল সাদা-কালো ব্রিগেড।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার