অলস্পোর্ট ডেস্ক: ডুরান্ড কাপ ২০২৪-এর প্রথম ম্যাচে নেমে পড়েছে মোহনবাগান। তার কয়েক মিনিট আগেই ডুরান্ডের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল এফসি। এবার অনেক আগে থেকেই অনুশীলন শুরু করে দিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। গত মরসুমে দলকে ভরসা দেওয়ার পর এবার আরও বেশি কিছুর স্বপ্ন দেখছে ইস্টবেঙ্গল। তাই কোচ কার্লেস কুয়াদ্রাতের কাছে এই মরসুম খুবই গুরুত্বপূর্ণ। শুরু থেকেই গুরুত্ব দিতে চাইছেন সব টুর্নামেন্টেই।
ইস্টবেঙ্গল এফসি দল:
গোলরক্ষক: প্রভসুখান সিং গিল, দেবজিৎ মজুমদার, আদিত্য পাত্র
রক্ষণ: হিজাজি মাহের, লালচুংনুঙ্গা, গুরসিমরত সিং গিল, মনোতোষ চাকলাদার, মার্ক জোথানপুইয়া, মহম্মদ রাকিপ, প্রভাত লাকরা
মাঝমাঠ: শৌভিক চক্রবর্তী, সল ক্রেসপো, জিকসন সিং, মাদিহ তালাল, তন্ময় দাস, বিষ্ণু পিভি, সায়ন বন্দ্যোপাধ্যায়, আমান সিকে, নাওরেম মহেশ সিং, নন্দকুমার সেকার, শ্যামল বেসরা
আক্রমণ: ডেভিড লালহ্লানসাঙ্গা, দিমিত্রিওস দায়মান্তাকস, ক্লেটন সিলভা, জেসিন টিকে
প্রধান কোচ: কার্লেস কুয়াদরাত
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার