অলস্পোর্ট ডেস্ক: ডার্বি নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না। গত শনিবার গুয়াহাটিতে বসেছিল আইএসএল ২০২৪-২৫ মরসুমের ফিরতি ডার্বির আসর। প্রথম ডার্বি যেতে নিয়েছিল মোহনবাগান। দ্বিতীয় ডার্বিও জিতে নেয় মোহনবাগান। খেলার ফল ১-০। আইএসএল ডার্বি দ্রুততম গোলটি আসে এই ম্যাচেই । মোহনবাগানের জেমি ম্যাকলারেন দু’মিনিটের কম সময়ের গোলেই আসে এই জয়। লিগ টেবিলের শীর্ষস্থানও অটুট থাকে সবুজ-মেরুন ব্রিগেহলুদেরকিন্তু এই ম্যাচের রেফারিং নিয়ে প্রথম থেকেই সমালোচনার ঝড় উঠেছিল যা এখনও চলছে। এদিন সেটাকে আরও একধাপ উসকে দিল স্বয়ং ইস্টবেঙ্গল ক্লাব। সৌভিকের লাল কার্ড এবং আপুইয়ার হ্যান্ডবল, সব বিতর্কে কেন্দ্রে রয়েছে। যা নিয়ে এবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের দ্বারস্থ লাল হলুদের কর্তারা।
মঙ্গলবার ক্লাব তাঁবুতে সাংবাদিক সম্মেলন ডেকে পুরো বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মানসুখ মান্ডবীয়ের দ্বারস্থ হওয়ার কথা ঘোষণা করেছে ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ। তাদের দাবি দল রেফারির ভুল সিদ্ধান্তের শিকার শনিবার ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসেও এই দুটো ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ ।তিনিও রেফারির সিদ্ধান্তের দিকেই আঙুল তুলেছিলেন। অতীতেও তিনি রেফারির বারবার তাদের বিরুদ্ধে ভুল সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁর মত ছিল তাদের মতো রেফারির কোপে অন্য কোনও দলকে পড়ত হচ্ছে না।
এদিকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের রেফারিং প্রধান ট্রেভের কেটেল ইস্টবেঙ্গলের এই দাবিকে আগেই উড়িয়ে দিয়েছেন। সে ক্ষেত্রে তিনি তাঁর ব্যাখ্যাও দিয়েছেন। তাঁর বক্তব্য, বল হাতে লাগলেও তা থেকে পেনাল্টি হয় না, হাতে বল লাগলেই সেটা ভুল নয়। হাতের পজিশন আর ইনটেনশনের উপর নির্ভর করে বলে তিনি জানিয়েছেন। তবে ক্ষোভ কোনোভাবেই যাচ্ছে না। ইস্টবেঙ্গলের মতে, তাদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে।
এদিনের সাংবাদিক সম্মেলনে ফেডারেশনের ‘ওয়ান সিটি, ওয়ান টিম’ তত্ত্বের কথাও মনে করিয়ে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। সঙ্গে নাম না করে ঘুরিয়ে মোহনবাগান সুপার জায়ান্টের মালিক সঞ্জীব গোয়েঙ্কার প্রভাব প্রসঙ্গও তুলে আনা হয়েছে। সব মিলিয়ে আর ভারতীয় ফুটবল ফেডারেশনের উপর কোনও ভরসা রাখতে পারে না ক্লাব বলেই জানানো হয়েছে। সে কারণে সরাসরি ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তারা। কারণ হিসেবে তারা বলেন, আইএসএল চালায় এফএসডিএল, ফেডারেশনও তাদেরই নিয়ন্ত্রণে। তাই বন্ধু ব্যবসায়ীদের সুবিধা দেওয়া হচ্ছে। এরকম একাধিক অভিযোগ তোলা হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার