অলস্পোর্ট ডেস্ক: লক্ষ্যটা যে আইএসএল ২০২৩-২৪-এর নকআউটে পৌঁছনো তা নিয়ে আলাদা করে বলার কিছুই নেই। এটাই স্বাভাবিক। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে দুরন্ত জয়ের পর সেই স্বপ্নটা একটা শক্ত খুঁটি পেয়েছে তা নিয়েও কোনও সংশয় নেই। ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতের হাত ধরে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া একটা দল নতুন করে প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই দিয়েছে চলতি মরসুমে। আর সেকারণেই হয়তো আত্মবিশ্বাসে একটুও খামতি নেই কোচের। আর কোচ যখন আত্মবিশ্বাসের তুঙ্গে তখন দল যে সর্বস্ব দিয়ে লড়াই দেবে সেটাই স্বাভাবিক। সেই খিদেটা এই ইস্টবেঙ্গল দলের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন কুয়াদ্রাত।
এক ম্যাচ নির্বাসিত থাকার পর আবার ইস্টবেঙ্গল ডাগ আউটের ফিরছেন কার্লেস কুয়াদ্রাত। কার্ডের জন্য শেষ ম্যাচে কেরালার বিরূদ্ধে গ্যালারিতে বসেই ছটফট করতে দেখা গিয়েছে তাঁকে। তবে দল জিতে ফেরায় ঘরের মাঠে সর্ব শক্তি নিয়ে ঝাঁপাতে চাইছেন কুয়াদ্রাত। বলছিলেন, “কেরালার বিরুদ্ধে দল যেভাবে খেলেছে আর জয় পেয়েছে তাতে আমি গর্বিত। দলের প্রত্যেকেই নিজেকে উজাড় করে দিয়েছে। পুরো দল এই ম্যাচ জেতার জন্য মুখিয়ে রয়েছে। আমরা সুপার সিক্সে যাওয়ার দাবিদার।”
এর সঙ্গে তিনি অবশ্য জুড়ে দেন, সেই লক্ষ্যটা সহজ নয়। বলছিলেন, “আমাদের মতো একাধিক দল শেষ ছ’য়ের জন্য লড়াই করছে। তাঁর মধ্যে সামনে যখন বেঙ্গালুরুর মতো দল তখন সহজ হবে না। তবে দলের সবাই সবার কাজটা খুব ভাল করে জানে।” তবে প্রতিপক্ষ যখন প্রাক্তন দল এবং বেঙ্গালুরুর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচেও খুব সুখকর অভিজ্ঞতা হয়নি তখন কি তাহলে এই ম্যাচ বদলার? কুয়াদ্রাতের কাছে এটা আরও একটা ম্যাচ, বদলা তো নয়ই।
এই পুরো আইএসএল মরসুমে তাঁর কথায় বার বার ফিরে ফিরে এসেছে ডুরান্ড ফাইনাল ও সুপার কাপ জয়ের কথা। এদিনও তার অন্যথা হয়নি। বলছিলেন, “অনেক বছর পর ইস্টবেঙ্গল সাফল্যের মুখ দেখেছে। ওদের অধিকার আছে দলের জয় দেখার। দল এখনও পর পর দুটো জয় পায়নি। এই ম্যাচ আমরা জিততে পারলে সেটাও হয়ে যাবে।”
কোচের পাশেই বসেছিলেন সদ্য ১০০তম ম্যাচ খেলে আশা নিশু কুমার। ইস্টবেঙ্গল রক্ষণের অনেকটাই দায়িত্ব থাকে তাঁর উপর। এবার সামনে সুনীল ছেত্রী। কীভাবে সামলাবেন তাঁকে? উত্তর এল আত্মবিশ্বাসের সঙ্গেই, “জানি সামনে সুনীল ছেত্রীর মতো বড় তারকা রয়েছে তবে আমিও আমার দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল।” দলের মোটিভেশন প্রসঙ্গে আরও একধাপ এগিয়ে তিনি বলেন, “আলাদা করে কোনও মোটিভেশনের দরকার নেই, আমরা মোটিভেটেডই আছি।”
এদিকে দলে চোট-আঘাত বা কার্ড সমস্যা নেই বলেই জানিয়ে দিলেন কোচ। শুধু মনে করিয়ে দিলেন নন্ধ কুমার। যদিও তিনি আগেই এই মরসুমের আইএসএল থেকে ছিটকে গিয়েছেন। তাঁকে না পাওয়ার পাশাপাশি বেশ কিছু নতুন মুখকেও তুলে এনেছেন তিনি। চান পরবর্তী প্রজন্মকে তৈরি করতে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার