অলস্পোর্ট ডেস্ক: ইস্টবেঙ্গল ক্লাবের জন্য বড় ধাক্কা তো বটেই। ২০২৪-২৫ মরসুমের আর মাঠে নামতে পারবেন না মিডফিল্ডার মালিহা তালাল। অনেক আশা নিয়েই তাঁকে দলে নেওয়া হয়েছিল। এবং প্রথম থেকেই সেই ভরসার মান রেখেছেন তিনি। যিনি লাল-হলুদের মাঝমাঠের থাকা মানেই একটা ভরসা। কিন্তু ঘরের মাঠে ওড়িশা এফসির বিরুদ্ধে হাঁটুতে চোট তাঁকে এই মরসুমের জন্য ছিটকে দিল মাঠ থেকে। ইস্টবেঙ্গলের সামনে নতুন বিদেশি নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই। এবার সেই পথেই এগোবে ক্লাব।
আইএসএল ২০২৪-২৫-এর শুরুটা মোটেও ভাল হয়নি ইস্টবেঙ্গলের। সেই দায় নিয়ে সরতে হয়েছে গত মরসুমে সুপার কাপ দেওয়া কোচ কার্লেস কুয়াদ্রাতকে। তার পর দায়িত্ব নেন অস্কার ব্রুজোঁ। তাঁর হাত ধরেই আইএসএল-এ সাত ম্যাচ পর জয়ের মুখ দেখেছে আর গত মঙ্গলবার ঘরের মাঠে পঞ্জাব এফসির বিরুদ্ধে এই মরসুমের এখনও পর্যন্ত সেরা ম্যাচটি খেলেছে দ্বিতীয়ার্ধে। তারকা বিদেশিদের ছাড়াই সেই ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল।
সল ক্রেসপো আগেই ছিটকে গিয়েছেন দীর্ঘ সময়ের জন্য। এবার পুরো মরসুমের জন্য মাঠের বাইরে চলে গেলেন তালাল। চোটের জন্য গত দুটো ম্যাচ খেলেননি দিমিত্রিয়স দিয়ামান্তাকস। এক কথায় চোটে জর্জরিত ইস্টবেঙ্গলের টিম বিদেশি। ঘুরে দাঁড়ানোর পরও যা বার বার বাধা হয়ে দাঁড়াচ্ছে। ছবির দেখার কোন পথে হাঁটেন কোচ কারণ গত ম্যাচ তারকা ছাড়াই জিতেছে দল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার