অলস্পোর্ট ডেস্ক: কলকাতা প্রিমিয়ার লিগের ঢাকে কাঠি পড়ে গিয়েছে কয়েকদিন আগেই। সাংবাদিক সম্মেলন ডেকে বাংলার ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ-এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে কবে থেকে শুরু হচ্ছে এই মরসুমের কলকাতা লিগ। সঙ্গে ঘোষণা করে দেওয়া হয়েছে প্রিমিয়ার ললিগের গ্রুপও। যেখানে ইস্টবেঙ্গল ও মোহনবাগান রয়েছে একই গ্রুপে। এক কথায় গ্রুপ পর্বেই ডার্বিটা সেরে ফেলতে চাইছে আইএফএ। নির্ধারিত হয়ে গিয়েছে সূচিও, শুধু দিন-ক্ষণ ঠিক হওয়া বাকি। যদিও উদ্বোধনের দিন ছাড়া আর কোনও ম্যাচের দিন এখনও জানানো হয়নি। তবে চলতি মাসেই যে কলকাতা প্রিমিয়ার লিগ শুরু হবে তা নিশ্চিত হয়ে গিয়েছে। সেই কথা মাথায় রেখই দ্রুত অনুশীলন শুরু করতে চাইছে ইস্টবেঙ্গল।
শনিবার ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, আগামী সোমবার, ১৭ জুন থেকে নতুন মরসুমের প্রস্তুতি শুরু করে দিচ্ছে লাল-হলুদ ব্রিগেড। এদিন সকাল ৮.৪৫ মিনিটে সল্টলেক স্টেডিয়ামের অনুশীলন মাঠ নম্বর এক-এ হবে ইস্টবেঙ্গলের অনুশীলন। প্রিমিয়ার লিগে ইস্টবেঙ্গলের প্রথম প্রতিপক্ষ টালিগঞ্জ অগ্রগামী। যারা এই মুহূর্তে নির্বাসিত ম্যাচ গড়াপেটার অভিযোগে। যার তদন্ত চলছে। তবে লিগ শুরুর আগে তা মিটে যাবে বলেই আশা আইএফএ সচিব অনির্বাণ দত্ত-র। সে কারণেই দুই নির্বাসিত ক্লাব উয়াড়ি ও টালিগঞ্জকে রেখেই গ্রুপ তৈরি হয়েছে।
২৫ জুন মহমেডান ও উয়াড়ির খেলা দিয়ে শুরু হচ্ছে এবারের কলকাতা প্রিমিয়ার লিগ। মোহনবাগান ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে নতুন কোচের অধিনে। এবার ইস্টবেঙ্গলের পালা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটা