অলস্পোর্ট ডেস্ক: অনেক বছর পর আবার আন্তর্জাতিক মঞ্চে খেলার সুযোগ পেয়েছে ইস্টবেঙ্গল এফসি। যার কোচ কার্লেস কুয়াদ্রাতের কাছে বড় চ্যালেঞ্জ। যদি প্রথম চ্যালেঞ্জের মুখে ঘরের মাঠে হারতে হয়েছে তুর্কমেনিস্তানের ক্লাব অলটিন এসার এফসির কাছে। যার ফলে এসিল-২-এর মূলপর্বে যাওয়া হয়নি লাল-হলুদ ব্রিগেডের। তবে আন্তর্জাতিক মঞ্চে থেকে পুরোপুরি ছিটকে যায়নি কলকাতার দল। এবার তারা খেলবে এএফপি চ্যালেঞ্জ লিগে।
এএফপি চ্যালেঞ্জ লিগে ইস্টবেঙ্গল রয়েছে গ্রুপ ‘এ’-তে। কলকাতার দল ছাড়াও রয়েছে লেবাননের নেজমেহ এসসি, বাংলাদেশের বসুন্ধরা কিংস ও ভুটানের পারো এফসি। ভূটানে বসতে চলেছে গ্ৰুপ-এ পর্বের আসর। ২৬ অক্টোবর প্রথম ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। এর পর দলের ম্যাচ রয়েছে ২৯ অক্টোবর ও ১ নভেম্বর।
গ্রুপ পর্বে মোট পাঁচটি গ্রুপ থাকছে। তিন গ্রুপের চ্যাম্পিয়ন আর সেরা রানার্স, মোট চার দল ওয়েস্ট জোন থেকে নকআউটে যাবে। বাকি তিনটি যাবে ইস্ট জোনের গ্ৰুপ থেকে।
২০২৪-র সুপার কাপ জিতেই এসিএল-২-এর যোগ্যতা নির্ণায়ক পর্বে খেলার ছাড়পত্র পেয়েছিল ইস্টবেঙ্গল। কুয়াদ্রাত প্রথম থেকেই বলে এসেছেন তাঁর কাছে সব টুর্নামেন্টই গুরুত্বপূর্ণ তবে দীর্ঘ দিন পর তাঁর ক্লাব দেশের প্রতিনিধিত্ব করবে সেটা অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ। এর মধ্যেই বুধবার শিলংয়ের মাঝে লাজং এফসির কাছে কোয়ার্টার ফাইনালে হেরে ডুরান্ড কাপ ২০২৪ থেকে ছিটকে গিয়েছে গতবারের ফাইনালিস্টরা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার