অলস্পোর্ট ডেস্ক: দাপটের সঙ্গে কললকাতা লিগ শুরু করে দিল ইস্টবেঙ্গল এফসি। শ্যামল বেসরা, আমান সিকে, জেসিন টিকে (২), সুব্রত মুর্মু, অনন্ত এনএস এবং সায়ন বন্দ্যোপাধ্যায়ের গোলে ইস্টবেঙ্গল এফসি তাদের কলকাতা ফুটবল লিগ ২০২৪-এ টালিগঞ্জ অগ্রগামীকে ৭-১ গোলে হারিয়ে যাত্রা শুরু করে দিল। আজ বিকেলে ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে গ্রুপ বি ওপেনারে মুখোমুখি হয়েছিল দুই দল।
রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড শুরু থেকেই খেলায় আধিপত্য বিস্তার করে এবং বিরতিতেই ২-০ গোলে এগিয়ে যায়। মিডফিল্ডার শ্যামল বেসরা ১২ মিনিটে দলের হয়ে উদ্বোধনী গোলটি করেন। শ্যামল জোসেফের থ্রো-ইন থেকে বল পেয়ে জেসিনের সঙ্গে ওয়ান-টু খেলে নিখুঁত প্লেসং করেন তিনি।
৪৩ মিনিটে, আমান ইস্টবেঙ্গলের লিড দ্বিগুণ করেন। জেসিনের কাছ থেকে একটি লম্বা বল পেয়েছিলেন এবং বাম দিক থেকে প্রতিপক্ষের বক্সে ঢুকে গোলে শট নেন, তাঁর শট টালিগঞ্জ গোকিপারের হাত থেকে ছিটকে গোলে ঢুকে যায়।
দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পর, টালিগঞ্জের সঞ্জয় শর্মা ৪৭তম মিনিটে ব্যবধান কমান। তবে ইস্টবেঙ্গলের খেলা তাতে বাধাপ্রাপ্ত হয়নি। দ্বিতীয়ার্ধে আরও পাঁচটি গোল করে লাল-হলুদ ব্রিগেড। যার মধ্যে প্রথমটি ৬৫ মিনিটে জেসিনের পেনাল্টির মাধ্যমে আসে। মাত্র দুই মিনিট পরে তার দ্বিতীয় গোলটি করেন যখন তিনি বাঁ দিক থেকে প্রতিপক্ষের বক্সে ঢুকে গোলের সামনে থেকে থেকে শট নেন। গোল করতে ভুল করেননি।
৭৯ মিনিটে, পরিবর্ত খেলোয়াড় সুব্রত মুর্মু ইস্টবেঙ্গলে হয়ে তাঁর প্রথম গোলটি করেন। তন্ময় ঘোষের কাছ থেকে একটি হাওয়ায় ভেসে আসা ক্রস কে সোজা গোলে পাঠান। নয় মিনিট পরে, অভিষেক হওয়া অনন্তু এনএস বাঁ-পায়ের অসাধারণ ফিনিশিংয়ে ম্যাচের ষষ্ঠ গোলটি করেন।
গত মরসুমে নিজেকে পরিচিত করানো সায়ন বন্দ্যোপাধ্যায়, যিনি শেষ পর্যন্ত ম্যাচের সেরা নির্বাচিত হন, দ্বিতীয়ার্ধের স্টপেজ টাইমে (৯০+২’) তাঁর দলের সপ্তম এবং খেলার শেষ গোলটি করেন।
ইস্টবেঙ্গল তাদের পরবর্তী সিএফএল ম্যাচে ৭ জুলাই জর্জ টেলিগ্রাফ এসসির মুখোমুখি হবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার