অলস্পোর্ট ডেস্ক: ইস্টবেঙ্গল এফসি-এর প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন কার্লেস কুয়াদ্রাত। ৩০ সেপ্টেম্বর ২০২৪ তাঁর বিদায়ের কথা ঘোষণা করল ক্লাব কর্তৃপক্ষ৷ অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বিনো জর্জ। ক্লাবের তরফে জানানো হয়েছে যথাসময়ে বাকি বিষয়ে ঘোষণা করা হবে। গত মরসুমে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ইস্টবেঙ্গলে স্বপ্নের ফেরিওয়ালা হয়ে এসেছিলেন তিনি। এই বছরের শুরুর দিকে জানুয়ারিতে কলিঙ্গ সুপার কাপ শিরোপা জিতে রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড ট্রফির মুখ দেখিয়েছিলেন দীর্ঘদিন পর। তাও মাত্র পাঁচ ম্যাচের ব্যর্থতাতেই সরে যেতে হল।
এখানেই শেষ নয়, তিনি গত বছরের ডুরান্ড কাপে দলকে রানার্স-আপ করেছিলেন । দীর্ঘদিন পর তাঁর কোচিংয়ে দল ডার্বি জয়ের স্বাদ পেয়েছিল। কিন্তু সাময়িক ব্যর্থতাতেই তাঁকে ‘গো ব্যাক’ ধ্বনি শুনতে হয়। যা মানসিকভাবে যে তাঁকে বিধ্বস্ত করে দিয়েছিল তার বোঝাই যাচ্ছিল। আইএসএল ২০২৪-২৫-এর প্রথম ম্যাচ খেলতে বেঙ্গালুরু যাওয়ার আগে যতটা আত্মবিশ্বাসী তাঁকে লেগেছিল তাই উধাও হয়ে গিয়েছিল ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলার পর। তবে ১৯ অক্টোবরের ডার্বির আগে যে তাঁর বিদায় হয়ে যাবে তাই হয়তো ‘গো ব্যাক’ স্লোগানে মাঠ কাঁপানো অতি বড় ইস্টবেঙ্গল সমর্থকও ভাবেননি।
ইমামি গ্রুপের মিঃ বিভাস বর্ধন আগরওয়াল বলেছেন, “ইমামি ইস্ট বেঙ্গল এফসি ম্যানেজমেন্ট কোচ কার্লেসকে দীর্ঘ বিরতির পর কলিঙ্গ সুপার কাপ শিরোপা এবং এএফসি মহাদেশীয় প্রতিযোগিতায় দলকে গাইড করার জন্য প্রশংসা করছে। আমরা তার ভবিষ্যত প্রচেষ্টায় তার মঙ্গল কামনা করি।”
ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড সমর্থকদের তার অন্তর্বর্তীকালীন প্রধান কোচ বিনো জর্জ এবং দলকে আরও ভাল ফলাফল দেওয়ার জন্য সমর্থন করার জন্য অনুরোধ করে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার