Thursday, February 13, 2025
No menu items!
Google search engine
Homeফুটবলজর্ডন এলসে আগামী কয়েকমাসের জন্য ছিটকে গেলেন, চোট গুরুতর

জর্ডন এলসে আগামী কয়েকমাসের জন্য ছিটকে গেলেন, চোট গুরুতর

অলস্পোর্ট ডেস্ক: বড় ধাক্কা ইস্টবেঙ্গল শিবিরে। এক তো ডুরান্ড কাপ ২০২৩-এর ফাইনালে মোহনবাগানের কাছে হার। দ্বিতীয়ত, দলের জঘন্য ফুটবল। আর তার উপর ডার্বিতেই হাঁটুতে বড়সড় চোট পেয়ে আগামী কয়েক মাঠের জন্য মাঠের বাইরে চলে গেলেন ডিফেন্ডার জর্ডন এলসে । ডার্বির মাত্র ৩৫ মিনিটেই তাঁকে পরিবর্তন করতে বাধ্য হন কোচ। রবিবার ম্যাচ শেষে কোচ কুয়াদ্রাত জানিয়েছেন,। এখনও জর্ডনের চোট সম্পর্কে তিনি নিশ্চিত নয়। তবে রাত পোহাতেই জানা গেল জর্ঢনের চোট গুরুতর।

ডার্বিতে জর্ডনের পরিবর্তে নামানো হয় পার্দোকে। সোমবার ক্লাবের তরফে জানিয়ে দেওয়া হল জর্ডনের চোট বেশ গুরুতর। আইএসএল-এর আগে দলের এই বিদেশি ডিফেন্ডার আদৌ ম্যাচ ফিট হয়ে দলের সঙ্গে যোগ দিতে পারবেন কিনা সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। দীর্ঘদিন ইস্টবেঙ্গলের ঘরে নেই কোনও ট্রফি। এই মরসুমে অনেক ভেবে-চিন্তে দল গড়েছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। তবুও ডুরান্ড জয় হয়নি। যদিএ দুই তদলের কোচই বার বার প্রি-সিজন না হওয়াকে দায়ী করেছেন দলের খারাপ পারফর্মেন্সের জন্য।

এদিকে খবর রটে যায় ডার্বির পর কাদাপাড়া এলাকায় ইস্টবেঙ্গল সমর্থকদের উপর হামলা নিয়ে এদিন ক্লাব তাঁবুতে সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন ক্লাব কর্তারা। ক্লাবের তরফে প্রশ্ন তোলা হয়, প্রতি ডার্বি ম্যাচের পর কেন একই এলাকায় সমর্থকদের উপর হামলা হচ্ছে? ক্লাবের তরফে জানানো হয়েছে, তাঁরা খুব দ্রুত এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের দ্বারস্থ হবে।

এদিকে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়ে যায়। কোথাও দেখা যায় মোহনবাগান সমর্থকরা এক ইস্টবেঙ্গল সমর্থকের গা থেকে জার্সি খুলে নিচ্ছে। কোথাও দেখা যায় একজন ইস্টবেঙ্গল সমর্থককে ঘিরে তাঁর উপর নানা রকম অত্যাচার চালানো হচ্ছে। তবে সেই ভিডিও-র সত্যতা আমরা যাচাই করিনি। ডার্বির পরের সকালে রটে যায় দুই মহিলা ইস্টবেঙ্গল সমর্থকের উপর হামলা হওয়ায় তাঁরা গুরুতর আহত হয়ে হাসাপাতালে ভর্তি হন। ইত্যাদি নানা রকমের খবরে এদিন ভরে ‌ছিল সোশ্যাল মিডিয়া।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments