অলস্পোর্ট ডেস্ক: ভারতে ফুটবল মরসুম শেষ হয়েছে বেশ কয়েকদিন হয়ে গিয়েছে। সব ক্লাবেরই মূল প্লেয়াররা ফিরে গিয়েছেন যে যাঁর বাড়িতে। ফিরে গিয়েছেন কোচও। তার মধ্যেই দল গোছাতে শুরু করে দিয়েছে ক্লাবগুলো। পিছিয়ে নেই কলকাতার দুই ক্লাবও। মোহনবাগান ইতিমধ্যেই অনুশীলন শুরুর ঘোষণা করে দিয়েছে নতুন কোচের অধিনে। অন্যদিকে ইস্টবেঙ্গল এখনও অনুশীলন শুরুর পরিকল্পনা না করলেও মূল দল গোছানো শুরু করে দিয়েছে। মরসুম শেষ হওয়ার পর থেকেই ইস্টবেঙ্গলে বেশ কিছু বিদেশির নাম শোনা গিয়েছিল কিন্তু তা নিয়ে কোনও সরকারি ঘোষণা এখনও হয়নি। এর মধ্যেই বেশ কিছু পরিচিত নামকে ছেড়ে দেওয়ার কথা জানিয়ে দিল ক্লাব।
শনিবার ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে পাঁচ জনকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করে দেওয়া হল। তার মধ্যে তিনজনই বিদেশি। সেই তালিকায় যেমন রয়েছেন মন্দার রাও দেশাই, যিনি গত মরসুমে তেমনভাবে খেলার সুযোগ পাননি, পেলেও নিজের সেরাটা উজার করে দিতে পারেননি। অন্যদিকে অজয় ছেত্রীকেও ছেড়ে দিল ক্লাব। যদিও সাময়িক কোচ কার্লেস কুয়াদ্রাতের নজর কেড়েছিলেন এই ফুটবলার। এছাড়া ফেলিসিও ব্রাউন, ভিক্টর ভাজকুয়েজ ও আলেকজান্ডার প্যান্টিচকেও ছেড়ে দিচ্ছে ক্লাব। এই তিন বিদেশিই মরসুমের মাঝ পথে দলের সঙ্গে যোগ দিয়েছিল, যাঁরা হতাশই করেছেন।
ক্লাবের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়েছে, ‘‘ইমামি ইস্ট বেঙ্গল এফসি মন্দার রাও দেশাই, ফেলিসিও ব্রাউন ফোর্বস, ভিক্টর ভাজকুয়েজ, আলেকজান্ডার প্যান্টিচ এবং অজয় ছেত্রীকে গত মরসুমে ক্লাবে তাদের পরিষেবা দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চায়৷ আমরা তাদের ভবিষ্যত প্রচেষ্টায় তাদের মঙ্গল কামনা করি।’’
গত মরসুম তুলনামূলকভাবে আশা জাগিয়েছিল ইস্টবেঙ্গল। দীর্ঘদিন পর ডার্বি জিতেছিল লাল-হলুদ ব্রিগেড। ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছেছিল। যেখানে মোহনবাগানের কাছে হারের মুখ দেখতে হয়েছিল। এর পর সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ায় দীর্ঘদিন পর ট্রফির মুখ দেখেছিল ক্লাব। আইএসএল-এও একটা সময় পর্যন্ত আশা জিইয়ে রেখেছিল কিন্তু শেষরক্ষা হয়নি। তবে কার্লেস কুয়াদ্রাতের হাত ধরে নতুন করে স্বপ্ন দেখছে ইস্টবেঙ্গল। যে কারণে এই মরসুমেও দলের দায়িত্বে থাকছেন তিনিই। এবার দেখার তাঁর হাত ধরে কেমন দল গড়ে ইস্টবেঙ্গল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার