অলস্পোর্ট ডেস্ক: আইএসএল ২০২৪-২৫ মরসুম প্রায় শেষের পথে কিন্তু ইস্টবেঙ্গললের বিদেশি নেওয়া থামছে না। যদিও একাধিক বিদেশি চোটের কারণে এই মুহূর্তে খেলার বাইরে। যে কারণে নুন বিদেশি নিতে বাধ্য হচ্ছে ক্লাব কর্তৃপক্ষ। এবার লাল-হলুদ জার্সি পরে খেলতে দেখা যাবে মেসিকে। না, এই মেসি সেই মেসি নন। তিনি কেরালা ব্লাস্টার্সের প্রাক্তন মেসি বাউলি। শোনা যাচ্ছে শনিবার যুবভারতীতে চেন্নাই ম্যাচের আগেই তিনি দলের সঙ্গে যোগ দিতে পারেন বলে খবর। তিনি ক্যামেরুন জাতীয় দলের ফরোয়ার্ড। তবে ভারতীয় ফুটবলে খেলার অভিজ্ঞতা রয়েছে বলেই শেষ মুহূর্তে তাঁকেই বেছে নেওয়া হল বলে মনে করা হচ্ছে। চিনের লিগ ওয়ান ক্লাব সিজিয়াজহুয়ান গংফু থেকে ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন।
২০১৯-২০ মরসুমে মেসি বাউলি খেলে গিয়েছিলেন কেরালা ব্লাস্টার্সের হয়ে। সেখানে তিনি ১৭টি ম্যাচে আট গোলও করেছেন কিন্তু তাঁকে নিয়ে সব থেকে বড় সমস্যা তাঁর মাথা গরম। সেই মরসুমে কার্ড দেখার প্রায় রেকর্ড করে ফেলেছিলেন তিনি। সেই ফরোয়ার্ডকেই এবার দলে নিচ্ছে কলকাতার দল। শেষ মুহূর্তে এর থেকে বেশি আর হয়তো কিছু খুঁজে আনার সময় নেই ইস্টবেঙ্গলের হাতে। কারণ দল চোট-আঘাতে জর্জরিত পুরো দল।
সম্প্রতি গোড়ালির চোটের জন্য এই মরসুমের মতো ছিটকে গিয়েছেন হিজাজি মেহের। তার আগেই এবারের মত মরসুম শেষ হয়ে গিয়েছে মাদি তালালের। চোটের জন্য এক মাসের উপর মাঠের বাইরে রয়েছে সল ক্রেসপো। তিনি কবে ফিরবেন এখনও নিশ্চিত করে বলতে পারছেন না কেউই। তার মধ্যে আবার চোট পেয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি আনোয়ার আলি। এই সব বড় চোটের বাইরে ছোটখাটো চোটও রয়েছে। একটা সময় ১১ জন নামাতেও সমস্যায় পড়তে হয়েছে কোচ অস্কার ব্রুজোঁকে।
সম্প্রতি দলের সঙ্গে যোগ দিয়েছেন আরও এক বিদেশি সেলিস। ইতিমধ্যেই বেশ কয়েকটি ম্যাচও খেলে ফেলেছেন তিনি। কিন্তু সেভাবে নিজেকে প্রমাণ করতে এখনও পারেননি। দলের সঙ্গে মানিয়ে নিতে অবশ্য একটা নির্দিষ্ট সময় লাগে সব প্লেয়ারের। সেই সময়টা তিনি পাওয়ার আগেই নেমে পড়তে হয়েছে মাঠে। তবে তাঁর স্পিড, পজেশন নজর কেড়েছে। এই মুহূর্তে লিগ টেবলের ১০ নম্বরে রয়েছে দল। সেখান থেকে বড় কিছু করার সম্ভাবনা আর নেই। এখন ইস্টবেঙ্গলের লক্ষ্য এএফসি। সেই কথা ভেবেই নতুন বিদেশি নেওয়ার পালা চলছে দলের।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার