অলস্পোর্ট ডেস্ক: কোচ কার্লেস কুয়াদ্রাতের হাত ধরে গত মরসুমে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইস্টবেঙ্গল এফসি। তার আগে গত কয়েক বছরে লাল-হলুদের সঙ্গী শুধুই ছিল ব্যর্থতা। গত মরসুম তাদের নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেন কুয়াদ্রাত। যার ফল বহু দিন পর ডার্বি জয়ের পাশাপাশি ক্লাব তাঁবুতে ঢোকে ট্রফিও। ভুবনেশ্বরে কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের মুখে হাসি ফোঁটায় দল। এই ট্রফি জয়ের ফলেই এএফসি চ্য়াম্পিয়ন্স লিগ টু প্রিলিমিনারি স্টেজে খেলার ছাড়পত্র পেয়ে যায় লাল-হলুদ ব্রিগেড।
বুধবার ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-য়ে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষের নাম। ন’বছর পর আবার এএফসি কন্টিনেন্টার প্রতিযোগিতায় ফিরতে চলেছে ইস্টবেঙ্গল এফসি। এই ম্যাচের ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের অলটিন অসির এফসি।
এই ম্যাচটি ঘরের মাঠ যুবভারতীতে খেলবে কলকাতার দল। সময় এখনও নির্ধারিত না হলেও দিন-ক্ষণ ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হল। আগামী ১৪ অগস্ট মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও অলটিন অসির। হাতে এখনও দু’মাসের থেকে কিছুটা কম সময় রয়েছে। যার মধ্যে এই ম্যাচের প্রস্তুতি সেরে ফেলতে হবে কুয়াদ্রাতকে। ইতিমধ্যেই কলকাতা লিগের প্রস্তুতি বিনো জর্জের অধিনে নেমে পড়েছে দল। তবে মূল দল এখনও পুরো তৈরি হয়নি।
মূল দলের জন্য ইতিমধ্যেই দিমিত্রিয়স দিয়ামান্তাকোস ও ডেভিডকে দলে নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এছাড়া সল ক্রেসপোর মতো ফুটবলারকে আগামী দু’বছরের জন্য ধরে রাখতে সক্ষম হয়েছে ক্লাব। গত মরসুমে খেলা অনেক নামকেই অবশ্য ছেড়েও দিয়েছে। তাঁদের মধ্যে রয়েছে মন্দার রাও দেশাই, ফেলিসিও ব্রাউন, ভিক্টর ভাজকুয়েজ, আলেকজান্ডার প্যান্টিচ ও অজয় ছেত্রী রয়েছেন।
তবে এবার আরও ভাল দল গড়ে আরও ভাল পদক্ষেপের আশায় ইস্টবেঙ্গল। যার শুরু হবে আন্তর্জাতিক ম্যাচ দিয়েই।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার