নিজস্ব সংবাদদাতা: চলতি আইএসএলে নবম স্থানে শেষ করেছে ইমামি ইস্টবেঙ্গল। পরপর তিনবার খারাপ ফল করার কারণে আত্মসমীক্ষা করেছে লাল-হলুদ। এই সমীক্ষায় পড়শি ক্লাব মোহনবাগানের সঙ্গে দলগঠনে ২০ কোটি টাকার তফাত খুঁজে পেয়েছে তারা। আর এর পুরো দায় বিনিয়োগকারী সংস্থা ইমামির উপর চাপিয়ে দিয়েছে তারা।
কারণ খুঁজতে গিয়ে ইস্টবেঙ্গল জানিয়েছে, আইএসএলে দলগঠনে ৪৫ থেকে ৬০ কোটি টাকার দল করতে হয়। সেখানে লাল-হলুদের দল তৈরি করতে ২০ কোটি টাকা খরচ হয়েছে। যা অনেকটাই কম অন্যান্য ক্লাবগুলির চেয়ে। এমনকি তারা এও জানিয়েছে ভালো ফুটবলার নেওয়ার সুযোগ ছিলেও তা কাজে লাগাতে পারেনি ইমামি।
এছাড়া আইএসএলের নিয়মকেও কটাক্ষ করেছে ইস্টবেঙ্গল। তাদের অভিযোগ, আইপিএলের মত ৩ বছর অন্তর নিলাম হয় না ইন্ডিয়ান সুপার লিগে। এছাড়া ড্র্যাফটিংয়ের পদ্ধতিও আইএসএলে নেই। সেই নিয়মও বদলের দাবি জানিয়েছে লাল-হলুদ।