অলস্পোর্ট ডেস্ক: বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে বুধবার যুবভারতীতে ডুরান্ড কাপ জয়ের লক্ষ্যে অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। অপেক্ষাকৃত দুর্বল হলেও অচেনা প্রতিপক্ষকে প্রথম ম্যাচে হাল্কাভাবে নিতে নারাজ লাল হলুদের চিফ কোচ অস্কার ব্রুজোঁ, নিজেরা এখনও পুরোপুরি তৈরি নন বলে।
মঙ্গলবার যুবভারতী ট্রেণিং গ্রাউন্ডে লাল হলুদ শিবিরে ফুটবলারদের মধ্যে অবশ্য চনমনে ভাবটা নজরে এসেছে অনুশীলনে। সেই আত্মবিশ্বাসী মনোভাবটা কাজে লাগিয়ে প্রথম ম্যাচে জয় তুলে নিতে মরিয়া তাঁরা। দল কতটা তৈরি প্রথম ম্যাচে অজানা প্রতিপক্ষকে হারাতে, এই প্রশ্নে কোচ অস্কারের উত্তর, ‘ যে কোন টুর্নামেন্টে প্রথম ম্যাচ সবসময় কঠিন। আর প্রতিপক্ষের শক্তি সম্পর্কে যখন খুব অল্প ধারনা থাকে। ইস্টবেঙ্গল বড় দল। তার ওপর সদস্য-সমর্থকদের আকাশছোঁয়া প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক। এই কারণে আমাদের সতর্ক হয়েই খেলতে হবে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে। এখনও আমাদের দল গোছানোর কাজ চলছে। সেখানে প্রতিপক্ষ ডুরান্ড খেলার জন্য বাড়তি প্রস্তুতি নিয়ে এলে অবাক হব না। ওদের হারানোর কিছু নেই। কিন্তু আমাদের আছে। ডুরান্ড কাপ জেতাটা যেখানে মূল লক্ষ্য।’
কতজন বিদেশি ফুটবলারকে প্রথম ম্যাচে পাচ্ছেন? অস্কার জানালেন, ‘ এই মুহূর্তে কলকাতায় ৫ বিদেশি এসে পৌঁছলেও, সকলে খেলার জায়গায় নেই নানা কারণে। মিগুয়েল আর কেভিনের আইআরটিসি আসেনি। ফলে ওরা খেলতে পারবে না টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী। ম্যাচের ৪৮ ঘন্টা আগে ওদের নাম নথিভুক্ত করা সম্ভব নয় বলে। দিয়ামান্তাকোস ও সল ক্রেসপো মাত্র ২দিন অনুশীলন করেছে দলের সঙ্গে। তাই ওরা ৯০ মিনিট খেলার মতো অবস্থায় নেই। তাই ওদের খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। একমাত্র মিডফিল্ডার রশিদ খেলার জন্য পুরোপুরি তৈরি। তবে এটা নিয়ে ভেবে লাভ নেই। হাতে যারা আছে, তাদের নিয়েই ম্যাচ জিতে ডুরান্ডের শুরুটা ভাল করা জরুরি।’
ঘরের ফুটবলারদের ওপর মূলত নির্ভর করলেও, অস্কার সাউথ ইউনাইটেড ম্যাচে পাবেন না মাঝমাঠের নির্ভরযোগ্য ফুটবলার শৌভিক চক্রবর্তীকে। তাঁর কাফ মাসলের চোট এখনও সারেনি। এছাড়া এফসি গোয়া থেকে ইস্টবেঙ্গলে যোগ দেওয়া জয় গুপ্তার প্রয়োজনীয় ছাড়পত্র এখনও আসেনি খেলার জন্য। তাঁর ডুরান্ডে খেলা নিয়েই একটা সংশয় রয়েছে। তাও ডুরান্ডে খানিকটা অপ্রস্তুত হয়ে নামাটা চাপ মনে করছেন না অস্কার। এমনকি গত মরশুমে ডুরান্ডের বিশ্রি ফল নিয়ে মাথা ঘামাতে চান না। তাঁর সাফ কথা, এটা নতুন মরশুম। নতুন করে শুরু করার পালা ট্রফি জিততে।
আইএসএল ঘিরে ডামাডোলে অনেকগুলি আইএসএল দল এবার ডুরান্ডে অংশ নিচ্ছে না। এটাকে বাড়তি সুবিধা মানতে নারাজ অস্কার। বললেন, ‘ মরশুমের শুরুতে কোন দল কোন জায়গায় আছে বলা কঠিন। তাই আইএসএলের কয়েকটি দল আসেনি বলে ট্রফি জয়ের কাজ সহজ হয়ে গেছে, এমন ভাবলে ভুল হবে। যে কেউ চমক দিতে পারে। তার জন্য তৈরি থাকতে হবে।’
আইএসএল পিছিয়ে যাওয়ায় অন্য অনেক দলের মতো ইস্টবেঙ্গলের প্রস্তুতিতে প্রভাব ফেলছে কিনা, এই প্রশ্নে অস্কারের প্রতিক্রিয়া,‘অন্যদের কথা বলতে পারব না। তবে এতে আমার প্রিসিজন প্র্যাকটিসে কোনও ব্যাঘাত ঘটাচ্ছে না। বরং আমি দলটাকে আরও ভাবে তৈরি করার সুযোগ পাব। ডুরান্ড কাপের খেলা দেখে ফুটবলারদের দক্ষতা ও ফিটনেস বুঝে নিতে পারব। সেইমতো পরবর্তী দল গঠন ও প্রস্তুতি নেওয়া সম্ভব হবে আইএসএল শুরুর দিন জানার পর।’
ইস্টবেঙ্গলের গ্রুপে সাউথ ইউনাইটেড ছাড়া আছে নামধারী এফসি ও ইন্ডিয়ান এয়ারফোর্স। তাই এটা বলতে কোনও দ্বিধা নেই, যতই লাল হলুদ প্রথম ম্যাচের আগে কিছুটা অগোছালো থাক, অস্কারের দলের কোয়ার্টারফাইনালে ওঠা আটকাবে না এই গ্রুপ থেকে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার





