Saturday, November 8, 2025
No menu items!
Google search engine
Homeফুটবলএক সঙ্গে জোড়া ফুটবলারের নাম ঘোষণা ইস্টবেঙ্গলের, কারা এলেন দলে

এক সঙ্গে জোড়া ফুটবলারের নাম ঘোষণা ইস্টবেঙ্গলের, কারা এলেন দলে

অলস্পোর্ট ডেস্ক: অনিশ্চিত আইএসএল-এর মধ্যে সাময়িক দল গঠন থমকে থাকলেও একটু একটু করে ঘর গোছাচ্ছে সব দলই। কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান বিদেশিদের নাম ঘোষণা না করলেও ডুরান্ড কাপের কথা মাথায় রেখে বেশ কয়েকজন ভারতীয় ফুটবলারকে দলে নিয়েছে। রবিবার ইস্টবেঙ্গল এক সঙ্গে দুই ভারতীয় তারকাকে দলে নেওয়ার কথা ঘোষণা করে দিল। লাল-হলুদ ব্রগিডে পেয়ে গেল তাদের জার্সি নম্বর ১০। পাঁচ বছর পর আবার লাল-হলুদ জার্সিতে দেখা যাবে এডমুন্ড লালরিনডিকাকে। তাঁর সঙ্গে দলে এলেন বিপিন সিং। তাঁর জার্সি নম্বর ২৯। এতদিইন ইস্টবেঙ্গলে এই জার্সি ছিল নাওরেম মহেশ সিংয়ের দখলে।

২০১৯-২০ আই লিগ মরসুমে বেঙ্গালুরু এফসি থেকে লোনে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন লালরিনডিকা। নজর কেড়েছিলেন ডার্বিতেও। কিন্তু সেই ডার্বিতেই তাঁর চোট তাঁকে ছিটকে দিয়েছিল দীর্ঘ সময়ের জন্য। গত মরসুমে তিনি খেলেছেন ইন্টার কাশীর হয়ে। ২৪ ম্যাচে চারটে গোল ও ছ’টি অ্যাসিস্ট রয়েছে তাঁর নামের পাশে। গত দুটো আই লিগ মরসুমেই তিনি নজর কেড়েছিলেন মোট আট গোল ও ১৩টি অ্যাসিস্টের সঙ্গে। ইস্টবেঙ্গল পরবর্তী সময়ে তিনি আবার ফিরে গিয়েছিলেন বেঙ্গালুরুতে। ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত ছিলেন সেখানেই। তার পর যোগ দেন ইন্টার কাশীতে।

তাঁকে এবং বিপিনকে দলে পেয়ে খুশি দলের হেড কোচ অস্কার ব্রুজোঁ। তিনি নিজেও বেজায় খুশি ইস্টবেঙ্গলে ফিরতে পেরে। তিনি বলেন, ‘‘আমি সব সময়ই স্বপ্ন দেখতাম ইস্টবেঙ্গলে ফেরার। দুর্ভাগ্যবশত চোট পেয়ে ছিটকে যেতে হয়েছিল। এর থেকে বেশি খারাপ আর কিছু হতে পারে না। এখন আমি ফিরছি, যেখানে কিছু না শেষ হওয়া কাজ শেষ করতে হবে।’’

ইস্টবেঙ্গল জার্সিতে এবার দেখা যাবে আর এক সফল ভারতীয় প্লেয়ার বিপিনকেও। লালরিনডিকার সঙ্গে তিন বছরের চুক্তি হলেও বিপিনের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে ক্লাব। তিনি মুম্বই সিটি এফসি থেকে যোগ দিচ্ছেন ইস্টবেঙ্গলে। বিপিন মুম্বইয়ের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোল করা প্লেয়ার, খেলেছেন সব থেকে বেশি ১৫৮টি ম্যাচ। ২০২১ থেকে ২০২৪-এর মধ্যে তাঁর ঝুলিতে রয়েছে ২৮টি গোল ও ১৭টি অ্যাসিস্ট। ইস্টবেঙ্গলে খেলার জন্য মুখিয়ে রয়েছেন বিপিন।

বলেন, ‘‘আমি আমার সেরাটা দিয়ে ঐতিহাসিক এই ক্লাবের সম্মান রক্ষা করব। আমার গোল ও অ্যাসিস্ট দিয়ে দলকে সাফল্য এনে দেব। এই দলে যোগ দিতে পেরে আমি গর্বিত। আমি আমার ক্লাবের হয়ে ডার্বি খেলার জন্য মুখিয়ে রয়েছি। ফ্যানদের জন্য আমি ট্রফি জিততে চাই যা সারাজীবন স্মৃতিতে থেকে যাবে।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments