অলস্পোর্ট ডেস্ক: শেষ ১৫ মিনিটে খেলাটাই বদলে গেল। তার আগে পর্যন্তও মনে হচ্ছিল ম্যাচ অতিরিক্ত সময়ে যাবে কোয়ার্টার ফাইনালের প্রথম দুই ম্যাচের মতই কিন্তু তখন খেলার ফল ছিল ০-০। যদিও শেষ পর্যন্ত ইংল্যান্ড বনাম সুইজারল্যান্ড ম্যাচ সেই অতিরিক্ত সময়ে তো গেলই বরং তা পেরিয়ে পৌঁছে গেল টাইব্রেকারে, তবে ১-১ গোলে নির্ধারিত সময়ের ম্যাচ ড্র হওয়ায়। এর থেকে আরও একবার প্রমাণ হয়ে গেল ফুটবলে কিছুই নির্ধারিত নয় শেষ বাঁশি বাজার আগে পর্যন্ত। যে কোনও মুহূর্তে বদলে যেতে পারে সব হিসেব-নিকেশ। প্রথমে এগিয়ে গিয়েও ইউরো কাপ ২০২৪ থেকে ১ (৫) – ১ (৩) টাইব্রেকারে হেরে বিদায় নিতে হল সুইজারল্যান্ডকে।
টাইব্রেকারে প্রথম শট নেন ইংল্যান্ডের কোল পালমার। গোল করতে ভুল করেননি তিনি। সুইজারল্যান্ডের হয়ে প্রথম শট নেন আকাঞ্জি কিন্তু তিনি আটকে যান গোলকিপার সোমরের হাতে।ইংল্যান্ডের হয়ে দ্বিতীয গোল করেন বেলিংহাম। শুরুতেই এগিয়ে যায় ইংল্যান্ড। চাপের মুহূর্তে সুইসদের হয়ে ব্যবধান কমান ফাবিয়ান শার। ইংল্যান্ডের হয়ে তৃতীয় গোলটি করেন সেই সাকা। শাকিরি ব্যবধান ধরে রাখতে সাহায্য করে সুইজারল্যান্ডকে। ইংল্যান্ডের হয়ে চতুর্থ গোলটি করেন ইভান টনি, তার পরই অ্যান্টনি আশা ধরে রাখেন সুইসদের। ইংল্যান্ডের হয়ে শেষ গোলটি করে দলকে সেমিফাইনালে পৌঁছে দেন আলেকজান্ডার।
প্রথমে এগিয়ে গিয়েছিল সুইজারল্যান্ড। ম্যাচের বয়স তখন ৭৪ মিনিট। বক্সের মধ্যে থেকে ব্রিল এমবোলোর একটা দুর্বল শট ইংল্যান্ড রক্ষণের জটলার ফাঁক গলে চলে যায় গোলে। অবাক হয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না ব্রিটিশদের। প্রায় শেষ মুহূর্তে গোল করে এগিয়ে যাওয়া সুইজারল্যান্ড ততক্ষণে সেমিফাইনালের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে। গ্যালারিতে রীতিমতো লাল ঝড়। কিন্তু ওই যে ফুটবল যে কখন রূপ বদলায় কেউ বলতে পারে না।
সুইজারল্যান্ডের স্বপ্নে জল ঢেলে দিয়ে পাঁচ মিনিটের মধ্যে ইংল্যান্ডকে সমতায় ফেরালেন বুকায়ো সাকা। ৭৯ মিনিটে বক্সের বাইরে থেকে সাকার জোড়াল শট সুইস রক্ষণের বাঁধা কাটিয়ে পোস্টে ধাক্কা খেয়ে চলে যায় গোলে। এক্ষেত্রেও কিছুই করার ছিল না ইংল্যান্ডের প্রতিপক্ষের। প্রথমাার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে দুই দলই গোল পেয়ে ৯০ মিনিটের ম্যাচ শেষ করে ১-১ গোলে। অতিরিক্ত সময়ে আর কোনও দলই গোলের ব্যবধান বাড়াতে পারেনি। সুযোগ পায়নি এমনটা নয়। কিন্তু তা থেকে গোল আসেনি। শেষ পর্যন্ত টাইব্রেকারে নিষ্পত্তি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার