অলস্পোর্ট ডেস্ক: ইউরো হেরে দায়িত্ব ছাড়লেন ইংল্যান্ড কোচ। গ্যারেথ সাউথগেট জানিয়েছেন, তিনি ইউরো ২০২৪ ফাইনালে স্পেনের কাছে হেরে যাওয়ার দু’দিন পর মঙ্গলবার ইংল্যান্ডের ম্যানেজার পদ থেকে পদত্যাগ করছেন। এক বিবৃতিতে তিনি বলেন, “এটি পরিবর্তনের এবং একটি নতুন অধ্যায়ের সময়। স্পেনের বিপক্ষে বার্লিনে রোববারের ফাইনাল ছিল ইংল্যান্ডের ম্যানেজার হিসেবে আমার শেষ খেলা।”
সাউথগেট ২০১৬ সালে দায়িত্ব নেন যখন ইংল্যান্ডে খুব ভাল জায়গায় ছিল না। সেখান থেকে একটু একটু করে তিনি দলটিকে ইউরোর ফাইনালে পৌঁছনোর যোগ্য করে তোলেন। শেষ চারটি টুর্নামেন্টে তিনি ইংল্যান্ডকে তিনটি সেমিফাইনাল ও দু’টি ফাইনালে নিয়ে গিয়েছেন। সাউথগেটের নিয়োগের আগে, থ্রি লায়ন্স তাদের ইতিহাসে মাত্র তিনটি বড় টুর্নামেন্টের সেমিফাইনাল এবং একটি ফাইনালে পৌঁছেছিল, তার আগে ১৯৬৬ বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড।
“একজন গর্বিত ইংলিশম্যান হিসাবে, ইংল্যান্ডের হয়ে খেলা এবং ইংল্যান্ডকে পরিচালনা করা আমার জীবনের জন্য বড় সম্মান ছিল,” ৫৩ বছর বয়সী বলেছেন।
“এটি আমার কাছে সবকিছু ছিল, এবং আমি এর জন্য আমার সবটা দিয়েছি।”
গত রবিবার ইউরো কাপ ২০২৪-এর ফাইনালে মুখোমুখি হয়েছিল স্পেন ও ইংল্য়ান্ড। স্পেনের সঙ্গে শেষ পর্যন্ত সমানে সমানে লড়াই দেয় সাউথগেটের দল। কিন্তু ভাগ্য সহায় ছিল না তাদের। প্রথমার্ধ গোল শূন্য রাখলেও ম্যাচের তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। প্রথমে গোল করে স্পেন এগিয়ে গেলেও অসাধারণ লড়াই দিয়ে সমতায় ফিরেছিল ইংল্য়ান্ড। কিন্তু শেষ মুহূর্তে ব্যবধান বাড়িয়ে গত বারের পর এবারও ইউরো কাপ জিতে নেয় স্পেন। স্বাভাবিকভাবেই ইংল্য়ান্ডের জন্য হতাশার মুহূর্ত ছিল এটি। তার পর সাউথগেটের মতো ম্যানেজারের পদত্যাগ দলের জন্য বিশ্বকাপের আগে বড় ধাক্কা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার