Tuesday, December 10, 2024
No menu items!
Google search engine
Homeফুটবলইস্টবেঙ্গল ক্লাবে জোড়া বিদেশি, এলেন সিভেরিও-ক্রেসপো

ইস্টবেঙ্গল ক্লাবে জোড়া বিদেশি, এলেন সিভেরিও-ক্রেসপো

অলস্পোর্ট ডেস্কঃ একই দিনে জোড়া সুখবর। এই মরশুমে ভাল দল গড়ার কাজে নেমে দুই বিদেশির নাম একসঙ্গে ঘোষণা করল ইস্টবেঙ্গল । জেভিয়ার সিভেরিও ও সাউল ক্রেসপোকে চুক্তিবদ্ধ করল লাল-হলুদ শিবির। স্প্যানিশ দুই ফুটবলারকে এক দিনে দলে নিয়ে উচ্ছ্বসিত ইস্টবেঙ্গল।  

সিভেরিও এর আগে হায়দরাবাদ এফসির হয়ে ২০২১-২২ সালে আইএসএল ট্রফি জিতেছেন। সেই মরশুমে এই ফরোয়ার্ড মোট ১২টি গোল করেছিলেন। সিভেরিওর একজন দারুন মাপের ফিনিশারের ভুমিকায় কাজ করতে পারেন। ইস্টবেঙ্গল প্রধানত একজন ভাল ফিনিশার খুঁজছিল। সেই জায়গাই দারুন ভাবে ভরাট করতে পারবে সিভেরিও। অপরদিকে সেন্ট্রাল মিডফিল্ডে খেলা ক্রেসপো ওড়িশা এফসির হয়ে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করেছিল আগের মরশুমে।

দুই স্প্যানিশ ফুটবলারকে দলে পেয়ে উচ্ছ্বসিত স্বয়ং কোচ কার্লোস কুয়াদ্রাত। তিনি বলেছেন, “সিভেরিও একজন অত্যন্ত উচ্চমানের ফিনিশার যে গোল ভালই চেনে। আমাদের আক্রমণভাগে সিভেরিও দারুনভাবে কাজে লাগবে। ক্রেসপো মিডফিল্ডে দারুন ওয়ার্কলোড নিয়ে খেলে। ওড়িশা এফসি সুপার কাপ জিতেছিল কারণ মাঝমাঠে ক্রেসপোর মোট ফুটবলার ছিল। এই দুই ফুটবলার আমাদের দলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।“

  

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments