সুচরিতা সেন চৌধুরী: ভারতীয় ফুটবলে পা রেখেই নজর কেড়ে নিয়েছিলেন ট্রেভর জেমসস মর্গ্যান। তাঁর হাত ধরেই পর পর সাফল্য পেয়েছিল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল পরবর্তী সময়ে তিনি কেরালা এফসি-র সহকারি কোচ হিসেবে যোগ দিয়ছিলেন। তার পর ভারতের সঙ্গে আর কোনও কাজ করার সুযোগ হয়নি তাঁর। সদ্য ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিদায় নিতে হয়েছে ভারতীয় ফুটবল দলকে পাঁচ বছর কোচিং করানো ইগর স্টিমাচকে। তার পরই সোশ্যাল মিডিয়ায বিজ্ঞাপন দিয়ে কোচ চাওয়া হয় সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে। আর সেটা দেখেই মর্গ্যান তার আবেদনপত্র পঠিয়ে দেন।
তাঁর সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি মেনে নেন সে কথা। তিনি বলেন, “এটা ঠিক আমি ভারতীয় ফুটবল দলের কোচের পদের জন্য আবেদন জানিয়েছি। তবে এখনই মনে এর থেকে বেশি কিছু আমার বলার সময় আসেনি। কারণ এটা একদম প্রাথমিক পর্যায়।” তবে তিনি এও জানেন, ফেডারেশনের চাহিদা অনুযায়ী তিনি কোথায় আটকে যেতে পারেন। সেটা মাথায় রেখেই তিনি এই মুহূর্তে বেশি কথা বলছেন না।
তিনি তাঁর প্রতিবন্ধকতার জায়গা সম্পর্কে বলতে গিয়ে বলেন, “সত্যি কথা বলতে কী এটা কঠিন যদি আমার প্রো-লাইসেন্স না থাকে, যেটা চাওয়া হয়েছে। আমার উয়েফা ‘এ’ ডিপ্লোমা রয়েছে।” এর সঙ্গে তিনি জুড়ে দেন, “চবে আমি এটা বলতে পারি যদি আমার আবেদনপত্র গ্রহন করা হয় তাহলে আমি ২০২৫-এ মলদ্বীপে আযোজিত হতে চলা প্রো-লাইসেন্স কোর্সে যোগ দিয়ে লাইসেন্স নেব।” এবার সবটাই নির্ভর করছে ফেডারশনের উপর।
ইস্টবেঙ্গল ক্লাব মর্গ্যানের আমলেই ফেডারশন কাপ জিতেছল। তাঁর কোচিংয়েই এএফসি কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল দল। এর পর কেরালা ব্লাস্টার্স তাঁর সময়ে আইএসএল ২০১৪-তে রানার্স আপ হয়। এর সঙ্গে ভুটান জাতীয় দল ও অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২০ দলের কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচের। তিনি আবার ভারতে ফিরতে চান আরও বড় দায়িত্ব নিয়ে। যদিও ফেডারেশনের চাহিদার তালিকায় লাইসেন্স ছাড়া বাকি সবগুলোই রয়েছে মর্গ্যানের ঝুলিতে।
ফেডারশন চাইছে জাতীয় সিনিয়র ও অনূর্ধ্ব-২৩ দলের বড় মঞ্চে সাফল্য। যেমন এএফসি এশিয়ান কাপ, সাফ চ্যাম্পিয়নশিপ, বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের পাশাপাশি ২০২৬ এশয়ান গেমসে নিজেদের প্রমান করতে হবে। আর সেই চ্যালেঞ্জটাই নিতে চাইছেন ট্রেভর জেমস মর্গ্যান। ভারত যে সব সময়ই তাঁকে টানে। ইস্টবেঙ্গলের কোচ হয়ে তিনি যে ভালবাসা পেয়েছেন তা আজও তাঁর স্মৃতির ঝুলিতে অমূল্য সম্পদ হিসেবে রয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার