অলস্পোর্ট ডেস্ক: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন ফুটবল সচিব অজয় শ্রীমানি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন বয়সজনিত সমস্যায়। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া কলকাতা ময়দান তথা ফুটবল মহলে।
১৯৭২ থেকে ১৯৭৪ পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবল সচিব ছিলেন তিনি। সেই সময়কে ইস্টবেঙ্গলের স্বর্ণযুগ বলা হয়ে থাকে। সেই স্বর্ণযুগের ফুটবল সচিব ছিলেন অজয় শ্রীমানি। সেই সময় ইস্টবেঙ্গলের ফুটবল দল গড়া থেকে অন্য ক্লাব থেকে ফুটবলার ছিনিয়ে আনা— সবেতেই বড় ভূমিকা রেখেছিলেন তিনি। তবে দীর্ঘদিনই তিনি এই সব থেকে অনেক দূরে সরে গিয়েছিলেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার