অলস্পোর্ট ডেস্ক: ভারতের প্রাক্তন ডিফেন্ডার এবং স্বনামধন্য কোচ টি কে চাটুনি প্রয়াত। বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।বুধবার কেরালার কোচিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিল ৭৫। চাটুনি তাঁর স্ত্রী ও দুই মেয়েকে রেখে গেলেন।
১৯৬০ এবং ১৯৭০-এর দশকের একজন সুপরিচিত ডিফেন্ডার, চাটুনি কুয়ালালামপুরে ১৯৭৩ মারডেকা টুর্নামেন্টে ভারতীয় দলের সদস্য ছিলেন। জাতীয় দলের হয়ে খেলেছেন ছয়টি ম্যাচ। ঘরোয়া ফুটবলে, তিনি ইএমই সেন্টার, সেকেন্দ্রাবাদ, ভাস্কো ক্লাব, গোয়া এবং ওরকে মিলস, মুম্বইয়ের হয়ে খেলেন। সন্তোষ ট্রফির জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে সেবার হয়ে খেলেন।
পরবর্তী বছরগুলিতে তিনি কোচিংয়ে ফিরে আসেন এবং কেরালা সন্তোষ ট্রফি দল, কেরালা পুলিশ, এফসি কোচিন, মোহনবাগান, সালগাওকার এফসি, ডেম্পো স্পোর্টস ক্লাব এবং চার্চিল ব্রাদার্স সহ বেশ কয়েকটি দলের সঙ্গে কাজ করেন।
চাটুনির মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ফুটবল থেকে কলকাতা ময়দান। দীর্ঘদিন চলে গিয়েছিলেন লোকচক্ষুর আড়ালে। তাঁর মৃত্যুতে নতুন করে যেন মনে করালেন নিজেকে। উস্কে দিলেন সব স্মৃতি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার