অলস্পোর্ট ডেস্ক: শুক্রবার সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যকরী কমিটির সভায় বেশ কিছু বড় সিদ্ধান্ত নেওয়া হল। এদিনের মিটিংয়ে ফুটবল হাউসে সভাপতিত্ব করেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক, আইএম বিজয়ন। সেখানে প্রাক্তন ভারতীয় গোলকিপার সুব্রত পালকে জাতীয় দলের ডিরেক্টর হিসাবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। এর সঙ্গে অনূর্ধ্ব-২০ জাতীয় পুরুষ দলের প্রধান কোচ হিসেবে বিবিয়ানো ফার্নান্দেসকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিনের সভায় কার্যকরী কমিটির তরফে উপস্থিত ছিলেন, সাব্বির আলি, ভিক্টর অমলরাজ, হারজিন্দর সিং, সন্তোষ সিং এবং ক্লাইম্যাক্স লরেন্স উপস্থিত ছিলেন। এছাড়া এআইএফএফ সচিব শ্রী অনিলকুমার, কোষাধ্যক্ষ কিপা অজয়, সৈয়দ সাবির পাশা বৈঠকে উপস্থিত ছিলেন।
এদিনের মিটিংয়ে তৃণমূল স্তরে ফুটবলের উন্নয়নের গুরুত্ব নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়। ৯-১০ এবং ১১-১২ বছর বয়সী ছেলে এবং মেয়েদের জন্য রাজ্য এবং জাতীয় পর্যায়ে একটি বার্ষিক আন্ত-স্কুল টুর্নামেন্টের সুপারিশ করা হয়।
পুরুষ ও মহিলা উভয় বিভাগে জাতীয় দলের ম্যাচের পারফরম্যান্স মূল্যায়নের জন্য, কমিটি সাজিদ দার, জেডি আলমেড়া, শক্তি চৌহান এবং গুম্পে রিমের সঙ্গে চার সদস্যের একটি স্টাডি গ্রুপ গঠনের সুপারিশ করা হয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার