সুচরিতা সেন চৌধুরী: গত কয়েক বছরে বলিউড-টলিউড মিলিয়ে একাধিক সিনেমা তৈরি হয়েছে ক্রীড়াবিদদের জীবন নিয়ে। বক্স অফিসে সাড়াও ফেলেছে ‘স্পোর্টস মুভি।’ বলিউডে মেরি কম থেকে মহেন্দ্র সিং ধোনি, মিলখা সিং থেকে সদ্য মুক্তিপ্রাপ্ত কিংবদন্তি কোচ রহিম সাহেবের জীবনের উপর তৈরি ‘ময়দান।’ আর সঙ্গে ‘লগান’ বা ‘চক দে ইন্ডিয়া’-র মতো আইকনিক সিনেমা তো আছেই।
বাংলাও পিছিয়ে নেই। ব্রিটিশদের বিরুদ্ধে ১৯১১ সালে মোহনবাগানের শিল্ড জয়ের ইতিহাস সিনেমার মাধ্যমে দেখেছিল এই প্রজন্ম। ‘গোলন্দাজ’-দেখিয়েছিল ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর লড়াই । সদ্য মুক্তি পেয়েছে দাবাড়ু, যা গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবনের উপর তৈরি। কিন্তু লেজেন্ড ফুটবলারদের নিয়ে তেমন কাজ হয়নি। বাঙালিদের নিয়ে তো নয়ই। এবার সেই আফশোস মিটতে চলেছে। শুরু হচ্ছে বাংলার শেষ সফল স্ট্রাইকার দীপেন্দু বিশ্বাসের বায়োপিকের কাজ।
তিন প্রধানে দাপিয়ে খেলা বাংলার অন্যতম জনপ্রিয় ফুটবলার দীপেন্দু বিশ্বাসের জীবনের উপর তৈরি হচ্ছে সিনেমা। নাম ‘দীপু’। যে নামে তিনি জনপ্রিয় ময়দান তথা ভারতীয় ফুটবলে। বিশেষজ্ঞরা বলেন, তিনিই শেষ সফল বাঙালি স্ট্রাইকার। তাঁর নামের পাশে রয়েছে গোলের ডাবল সেঞ্চুরি। মোহনবাগান-ইস্টবেঙ্গল-মহামেডান, তিন প্রধানের হয়েই অসংখ্য গোলের মালিকের খেলা দেখার জন্য ভরত মাঠ। সমর্থকরা তাঁকে নিয়ে মাততেন উন্মদনায়। সেই দীপেন্দুর ফুটবল জীবনকে এবার দেখা যাবে সিনেমার পর্দায়।
দীপেন্দু বিশ্বাসের কথায় একটা সিনেমা নিয়ে বহু দিন ধরে কাজ করতে হয়। বলছিলেন, “গত প্রায় এক বছর ধরে আলোচনা চলছে। এই এক বছরে আমার থেকে একটু একটু করে আমার জীবনের গল্প শুনেছে ওরা। এবার সেই কাজটাই শুরু হতে চলেছে দেখে ভাল লাগছে।”
এই ছবির পরিচালক শ্রী প্রীতম। সুরকার হিসেবে ইতিমধ্যেই বাংলা সিনেমার জগতে পরিচিত হলেও সিনেমা পরিচালনায় এই প্রথম। ‘দীপু’-র কাহিনী এবং সুরও তাঁর। শুরুতেই বিষয় হিসেবে বেছে নিয়েছেন বাংলার সব থেকে বড় আবেগ ফুটবলকে। দীপেন্দু সেই আবেগেরই ‘মুখ’ হিসেবে ধরা দেবেন রুপোলি পর্দায়।
আবেগান্বিত দীপেন্দুও। ছোটবেলা থেকে খেলোয়াড় জীবনের সব আবেগ, লড়াই, উত্থান-পতন, আবার ঘুরে দাঁড়ানো, সব ধরা পড়বে এই সিনেমায়। বলছিলেন, “ছোটবেলার টাটা ফুটবল অ্যাকাডেমি, বসিরহাট, বড় হয়ে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান। যে যে জায়গা আমার ফুটবল কেরিয়ারের সঙ্গে যুক্ত, সেই সব জায়গায় শুটিং হবে।”
দীপেন্দুর চরিত্রে কৈশোর থেকে বড় হওয়া পর্যন্ত অভিনয় করতে দেখা যাবে মনীশকে। যা জানা যাচ্ছে, মনীশ একসময় নিয়মিত ফুটবলও খেলেছেন। যার ফলে দীপেন্দুর ভূমিকায় তিনি যে নিজেকে উজার করে দেবেন তা নিয়ে কোনও সন্দেহ নেই। দীপেন্দু অবশ্য এখনও জানেন না তাঁর চরিত্রে কে কাজ করবেন। তবে হাসতে হাসতে বলছিলেন, “ওরা কোঁকড়া চুলের কাউকে খুঁজছে।” নায়িকার ভূমিকায় থাকছেন বর্ষা সেনগুপ্ত। যিনি একজন প্লে-ব্যাক সিঙ্গারও।
তবে এই সিনেমায় ফুটবলার দীপেন্দুর পাশাপাশি তাঁর জীবনের বাকি দিকগুলোও উঠে আসবে সমানভাবে। সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে যাবে শুটিং। তারপরেই অপেক্ষার দিনগোনা শুরু।
(সব ছবি দীপেন্দু বিশ্বাসের ফেসবুক থেকে।)
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার