অলস্পোর্ট ডেস্ক: ভারতের প্রাচীন প্রতিযোগিতা ফেডারেশন কাপ ফিরছে। যা ভারতীয় ফুটবলের জন্য অত্যন্ত বড় খবর। ২০২৩-২৪ মরসুমে ছয় বছরের ব্যবধানে আবার ভারতের মাটিতে দেখা যাবে ফেডারেশন কাপ। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে এই তথ্য জানানো হয়েছে। সম্প্রতি আইলিগে পাঁচটি নতুন দলের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মতো বেশ কিছু সংস্থা খেলার জন্য বিভিন্ন রাজ্য থেকে আবেদনও জানিয়েছে। আই লিগকে আরও শক্তিশালী করার জন্যই যে এই উদ্যোগ সেটা জানিয়েছে ফেডারেশন। এছাড়াও, কর্ণাটক রাজ্য ফুটবল অ্যাসোসিয়েশনের (কেএফএসএ) সচিব সত্যনারায়ণ এমকে এআইএফএফ-এর নতুন ডেপুটি সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে।
ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কার্যনির্বাহী কমিটি, এআইএফএফ-এর ভিশন ২০৪৭ পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখেই ফেডারেশন কাপের মতো ঐতিহ্যবাহী টুর্নামেন্টকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে। ভারতের অন্যতম প্রিমিয়ার ফুটবল প্রতিযোগিতার মধ্যেই স্থান পাবে এই ফেডারেশন কাপ বলে জানানো হয়েছে ফেডারেশনের বার্তায়।
আই লিগে যে সংস্থাগুলো খেলার জন্য বিড করেছে তারা হল ওয়াইএমএস ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড (বারানসী, উত্তরপ্রদেশ), নামধারী সিডস প্রাইভেট লিমিটেড (ভাইনি সাহেব গ্রাম, পঞ্জাব), নিমিদা ইউনাইটেড স্পোর্টস ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড (বেঙ্গালুরু, কর্ণাটক), কনক্যাটেনেট অ্যাডভেস্ট অ্যাডভাইজরি প্রাইভেট লিমিটেড (দিল্লি), এবং বাঙ্কারহিল প্রাইভেট লিমিটেড (আম্বালা, হরিয়ানা)। এই পাঁচ সংস্থাকে আই লিগে খেলার ছাড়পত্র দেওয়া হবে ফেডারেশনের তরফে।
এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে বলেন, “এই কার্যনির্বাহী কমিটির বৈঠকটি এমন একটি দিনে অনুষ্ঠিত হচ্ছে যখন ভারতীয় সিনিয়র পুরুষদের জাতীয় দল ঠিক তার পর দিন সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে কুয়েতের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে৷ ভারত ফাইনালে উঠেছে এবং নবম শিরোপা পেতে চলেছে।’’
“এটি ভারতের ক্রমবর্ধমান ফুটবল শক্তির যথেষ্ট বড় প্রমাণ। ইম্ফল এবং ভুবনেশ্বরে পর পর টুর্নামেন্ট জিতে ফিফা র্যাঙ্কিংয়ে ১০০-তে পৌঁছেছে, এর ফলে প্রমাণিত হয়েছে যে ভারতীয় ফুটবল সঠিক পথে এগোচ্ছে।” তিনি আরও বলেন, “এই কার্যনির্বাহী কমিটির সবচেয়ে বড় শক্তি হল সবচেয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে দেশে খেলা চালানোর প্রতি তাদের পূর্ণ বিশ্বাস।
“সম্ভবত, এর আগে কখনও এত অভ্যন্তরীণ গণতন্ত্রের সঙ্গে ফেডারেশন পরিচালিত হয়নি, যেখানে প্রত্যেকে তাদের মতামতের অধিকার রয়েছে,’’ বলেন তিনি। মঙ্গলবার বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে কুয়েতের মুখোমুখি হবে ভারত।
এআইএফএফ সচিব শাজি প্রভাকরণ বলেছেন, “আমরা ভারতীয় ফুটবল এজেন্ডা নিয়ে খোলামেলা আলোচনা করেছি, বিশেষ করে পাঁচটি নতুন ক্লাবকে আই-লিগে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত, যা ঐতিহাসিক।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার