অলস্পোর্ট ডেস্ক: মেয়েদের বিশ্বকাপে চুম্বন বিতর্ক চলছেই। বিশ্বকাপজয়ী জেনি হারমোসো ঠোঁটে জোর করে চুমু খাওয়ার পর স্প্যানিশ ফুটবলের প্রাক্তন প্রধান লুইস রুবিয়ালেসের ওপর তিন বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছে ফিফা। সোমবার এই নির্বাসনের কথা ঘোষণা করা হয়েছে। অগস্টে সিডনিতে মহিলা বিশ্বকাপ জয়ের পর পদক বিতরণ অনুষ্ঠানের সময় রুবিয়ালসকে তার অযাচিত চুম্বন করার পর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা অস্থায়ীভাবে ৯০ দিনের জন্য নির্বাসিত করেছিল। ফিফা জানিয়েছে, রুবিয়ালসকে এখন থেকে তিন বছরের জন্য সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হবে।
এই ঘটনার পর হারমোসো বলেছিলেন যে, এই ঘটনা তাঁকে মানসিকভাবে কতটা বিধ্বস্ত করে দিয়েছিল। কীভাবে রুবিয়ালেস তাঁকে জোড় করেছিলেন চুম্বন করতে। যা তােঁক মানসিকভাবে ভেঙে দিয়েছিল। এর পর পুরো ঘটনাটাই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে পৌঁছে যায়। সেপ্টেম্বরে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধানের পদ থেকে পদত্যাগ করেছিলেন রুবিয়ালেস।
বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্খা এক বিবৃতিতে বলেছে, “ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (আরএফইএফ) প্রাক্তন সভাপতি লুইস রুবিয়ালেসকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফুটবল-সম্পর্কিত সকল কার্যক্রম থেকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে।”
ফিফা বলেছে যে রুবিয়েলেসকে সোমবার এই সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হয়েছিল এবং এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করার জন্য তাঁর হাতে ১০ দিনের সময় রয়েছে বলে জানিয়েছে ফিফা। যা অনুরোধ করা হলে, ফিফার আইনি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিবৃতিতে বলা হয়েছে, “সিদ্ধান্তটি ফিফা আপিল কমিটির সামনে সম্ভাব্য আপিলের সাপেক্ষে থাকবে। ফিফা সকল মানুষের অখণ্ডতাকে সম্মান ও রক্ষা করার জন্য এবং শালীন আচরণের মৌলিক নিয়মগুলি সমুন্নত রাখা নিশ্চিত করার জন্য তার সম্পূর্ণ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার





