Sunday, November 16, 2025
No menu items!
Google search engine
Homeফুটবলফেডারেশনের নির্বাসন উঠতেই ফিফার শাস্তির মুখে মহমেডান এসসি

ফেডারেশনের নির্বাসন উঠতেই ফিফার শাস্তির মুখে মহমেডান এসসি

অলস্পোর্ট ডেস্ক: সময়টা মোটেও ভালো যাচ্ছে না মহমেডান এসসির। স্পনসর সমস্যা তো ছিলই। তার উপর প্রথমে ছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাসন। তা বৃহস্পতিবারই উঠে গিয়েছে। কিন্তু তাতে স্বস্তি মেলেনি কলকাতার তৃতীয় প্রধানের। কারণ এই একই দিনে ফিফার নির্বাসনের মুখে পড়েছে ক্লাব। এদিন ব্যারাকপুর স্টেডিয়ামে কলকাতা লিগের ম্যাচ খেলছে সাদা-কালো ব্রিগেড। তার আগেই এই খবর এল ক্লাব তাবুতে। ফেডারেশনের রেজিস্ট্রেশন ব্যান তোলার জন্য বড় অঙ্কের টাকা মেটাতে হয়ছে সাদা-কালো ক্লাব কর্তাদের। তার পরই একই শাস্তির খাঁড়া নেমে এল মহামেডানের উপর। মিরজালল কাসিমভের বকেয়া অর্থ না মেটানোর জন্য এই শাস্তি।

গত মরসুমেই আই লিগ জিতে প্রথমবারের মতো আইএসএল খেলার সুযোগ পেয়েছিল মহমেডান। প্রাথমিকভাবে ভালোই খেলছিল দল। পরবর্তী সময়ে শুরু হয় সমস্যা। বিশেষ করে টাকা না পেয়ে, প্রতিবাদের রাস্তায় যায় ফুটবলাররা। আইএসএল-এর মধ্যেই অনুশীলনে নামা বন্ধ করে দেন বিদেশীরা। এর পর মাঝ পথেই বিজায় নিতে হয় কোচকে। তখনও প্রশ্ন ওঠে দলের পেমেন্ট নিয়ে। শুধু কাশিমভ নন, অনেকেরই বাকি রয়েছে টাকা। তবে ফিফায় ক্লাবের বিরুদ্ধে আবেদন জানিয়েছিলেন কাশিমভ। তার উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নিল ফিফা।

এবার এখনও আইএসএল-এর জন্য দলও গোছাতে শুরু করেনি মহমেডান। যদিও আইএসএল-এর আকাশেও কালো মেঘ রয়েছে। আদৌ আইএসএল হবে কিনা তা নিয়েই সংশয় রয়েছে। যে কারণে কোনও দলই এখনও পর্যন্ত নতুন রিক্রুটের নাম ঘোষণা করেনি। কিন্তু ভিতরে ভিতরে অনেকেই দল গুছিয়ে নিয়েছে। তবে সেই পথেও হাঁটতে পারেনি মহমেডান। ফেডারেশনের নির্বাসনের আগেই যাঁদের সঙ্গে চুক্তি করে নিয়েছিল দল তাঁদের নিয়েই কলকাতা লিগ খেলতে নেমেছে। তবে ফিফার নির্বাসনের পর আবার কবে মহমেডান দলে প্লেয়ার রেজিস্ট্রেশন সম্ভব হবে সেটাই এখন দেখার। কারণ ফিফার জরিমানার অঙ্ক কতটা সেটা এখনও জানা নেই।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments