অলস্পোর্ট ডেস্ক: প্রতিপক্ষ মহমেডান এসসি লিগ টেবলের সর্বশেষ স্থানে থাকলেও তাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল মোহনবাগান এসজি-র কোচ হোসে মোলিনা। শুক্রবার তিনি সাংবাদিদকদের বলেন, সাদা-কালো ব্রিগেডের খেলোয়াড়দের চারিত্রিক দৃঢ়তার জন্যই দলটিকে সমীহ করেন তিনি।
লিগের প্রথম ম্যাচে তিন গোলে জেতার পর এ বার ফিরতি লিগে মহমেডানের বিরুদ্ধে শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে নামছে গতবারের শিল্ড চ্যাম্পিয়নরা। আর এক কলকাতা ডার্বি হলেও দুই দলের অবস্থান সম্পুর্ণ উল্টো মেরুতে। সাম্্প্রতিক পারফরম্যান্সের বিচারে যারা এই ম্যাচে এগিয়ে, সেই মোহনবাগান কোচ হোসে মোলিনা শুক্রবার সাংবাদিকদের বলেন, “দুই দলের মধ্যে পয়েন্টের অনেক পার্থক্য রয়েছে ঠিকই। কিন্তু ডার্বি সব সময়ই ডার্বি। মহমেডান এসসি-র ফুটবলাররা সম্প্রতি কয়েকটি ম্যাচে ভাল ভাল দলগুলোকে চাপে রেখে তাদের চারিত্রিক দৃঢ়তার পরিচয় দিয়েছে”।
এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “মহমেডানকে প্রতিপক্ষ হিসেবে আমরা যথেষ্ট শ্রদ্ধা করি। ওরা ভাল খেলার যথেষ্ট চেষ্টা করছে, ভাল করছেও। ওদের অনেক সমস্যা থাকা সত্ত্বেও ওরা যথেষ্ট লড়াই করছে। আমার ধারণা, কাল ওরা আমাদের বিরুদ্ধে ভাল খেলবে”।
ডার্বিতে নিজেদের চ্যালেঞ্জ নিয়ে সবুজ-মেরুন কোচ বলেন, “কাল আমাদের জিততে গেলে পরিশ্রম করতে হবে। প্রতিপক্ষের গোলের সামনে ভাল খেলতে হবে। আমার দলের কাছ থেকে আমি এটাই চাই”।
স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রড্রিগেজ এই ম্যাচে খেলতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলেই জানান মোলিনা। দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার অনিরুদ্ধ থাপাও শনিবার মাঠে নামার জন্য তৈরি নন বলে জানিয়ে দেন তিনি।
তাঁর দলের গোলকিপার বিশাল কয়েথও শনিবারের ম্যাচকে কঠিন মনে করছেন। বলেন, “দলের সবাই ভাল খেলছে। দল হিসেবে সাফল্য পাচ্ছি আমরা। কোনও ডার্বিই সোজা নয়। মহমেডান এসসি এই ম্যাচে একশো শতাংশ দেবে। আমরা এই ম্যাচে মনোনিবেশ করছি, যা আমরা আগেও করেছি”।
মহমেডান এসসি-র সহকারী কোচ মেহরাজউদ্দিন ওয়াডুও মনে করেন শনিবারের ডার্বিতে কোনও ফেভারিট নেই। তবে তিনি চান, তাঁর দলের ফুটবলাররা এই ম্যাচে সমর্থকদের খুশি করতে মাঠে নামুক। তিনি বলেন, “মোহনবাগান লিগ টেবলের শীর্ষে আর আমরা সবার নীচে থাকলেও ডার্বি বরাবরই ৫০-৫০ থাকে। এই ম্যাচও তাই। আমাদের ছেলেরা কাল সমর্থকদের জন্য মাঠে নামবে। আমরা আগেও তাদের জন্য খেলেছি, আমাদের পরিবারের জন্য খেলেছি। কালও সমর্থকদের খুশি করার জন্যই খেলবে ছেলেরা। কাল আমাদের জেতার চেষ্টা করতে হবে। কাল আমাদের জয়টা খুব জরুরি। এ মরশুমের শুরু থেকেই সময় ভাল যাচ্ছে না আমাদের। তবে এই ধরনের ম্যাচ আমাদের শিবিরে খুশির হাওয়া বয়ে আনতে পারে”।
সাদা-কালো ব্রিগেডের ফরাসী ডিফেন্ডার ফ্লোরেন্ট অগিয়ে বলেন, “মোহনবাগান যে এই লিগের অন্যতম সেরা দল, তা জানি। হয়তো ওরাই সেরা। ওরা এক নম্বর, আমরা সবার নীচে। আমার মনে হয়, টেবলে কে কোথায় আছে, তা ভুলে গিয়ে ম্যাচে মন দেওয়া উচিত এবং সমর্থকদের জন্য, ক্লাব ও নিজেদের জন্য লড়াই করা উচিত”।
ম্যাচটা যে কঠিন হবে, তা বুঝতে পারছি। তবে আমাদের খেলোয়াড়দের চারিত্রিক দৃঢ়তা ওদের কাজ কঠিন করে তুলতে পারে।
(লেখা আইএসএল ওয়েব সাইট থেকে)
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার