Thursday, February 13, 2025
No menu items!
Google search engine
Homeআইএসএললড়াই থাকবে লিগের শেষ ম্যাচ পর্যন্ত, মনে করছেন মোহনবাগান কোচ মোলিনা

লড়াই থাকবে লিগের শেষ ম্যাচ পর্যন্ত, মনে করছেন মোহনবাগান কোচ মোলিনা

অলস্পোর্ট ডেস্ক: বেঙ্গালুরুর বিরুদ্ধে লড়াই যে এ রকমই কঠিন হবে, তা আগেই জানতেন বলে জানালেন মোহনবাগান এসজি-র কোচ হোসে মোলিনা। সোমবার যুবভারতীতে সুনীল ছেত্রীদের বিরুদ্ধে জেতার পর তাঁর ধারণা, লিগ শিল্ডের দিকে তারা এক ধাপ এগোলেন মাত্র। আরও অনেক কাজ এখনও বাকি। তবেই লিগশিল্ড স্পর্ষ করার যোগ্যতা পাওয়া যাবে।

সোমবার আইএসএলের অন্যতম সেরা দুই দলের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র একটি গোল হলেও ৯০ মিনিটের লড়াই ছিল উত্তেজনায় ভরা। সারা ম্যাচে মাত্র ৩৬.৬ শতাংশ পজেশন তাদের দিকে থাকলেও শেষ পর্যন্ত বাজিমাত করে সবুজ-মেরুন বাহিনীই। ৭৪ মিনিটে লিস্টন কোলাসোর একমাত্র গোলে ম্যাচ জিতে নেয় গতবারের শিল্ডজয়ীরা।

লিগের ১২ নম্বর জয়ের পর মোলিনা সাংবাদিকদের বলেন, “এ রকমই কঠিন ম্যাচের প্রত্যাশা ছিল। আমরা আক্রমণাত্মক খেলায় জোর দিই। তবে প্রথমার্ধে তা-ও যথেষ্ট ছিল না। বলের বেশিরভাগ পজেশন ওদের কাছেই ছিল। ওরা ভাল কম্বিনেশন তৈরি করে গোলের সুযোগ তৈরি করে। তবে আমার মনে হয়, আমরা কিছু ভাল আক্রমণ করেছি”।

ম্যাচের কৌশল ও পারফরম্যান্স নিয়ে তিনি আরও বলেন, “মনবীর (সিং), লিস্টন, (জেমি) ম্যাকলারেনের মাধ্যমে আমরা লং বলে খেলতে ও বেশি জায়গা তৈরি করতে চেয়েছিলাম। কিছু সুযোগও এসেছিল। দ্বিতীয়ার্ধে আমরা আরও আক্রমণাত্মক ছিলাম। আমরা জানি, ওরা সত্যিই ভাল দল। ওরা দ্রুত বল মুভ করে ও বক্সের ভিতরে অনেক খেলোয়াড় নিয়ে এসে কম্বিনেশন তৈরি করে এবং এগিয়ে খেলে। কিন্তু আমরা ভালভাবেই রক্ষণ সামলেছি”।

বেঙ্গালুরুর বিরুদ্ধে তাদের মাঠে ০-৩-এ হেরেছিল মোহনবাগান। সোমবার সেই হারের বদলা নিয়ে ঘরের মাঠে ১-০-য় জেতে তারা। তবে ঘরের মাঠ ও বাইরের মাঠে ম্যাচের মধ্যে খুব একটা তফাৎ নেই বলেই জানান মোলিনা। বলেন, “ঘরের মাঠে আমাদের সমর্থকদের সামনে খেলা মানে একজন অতিরিক্ত খেলোয়াড় পাওয়া। তারা আমাদের উজ্জীবিত করে এবং সাহায্য করে। তবে আমরা একটি দল হিসেবে পুরোপুরি সঙ্ঘবদ্ধ। অন্য স্টেডিয়ামেও আমাদের সমর্থকরা থাকেন, কিন্তু ঘরের মাঠের মতো এত নয়। শুধু একটি অ্যাওয়ে ম্যাচে আমরা খারাপ খেলেছি। সেটি বেঙ্গালুরুর ম্যাচ। তবে ওরা সে দিন জেতার মতোই খেলেছিল”।

সাম্প্রতিক ম্যাচগুলিতে গোলের সুযোগ তৈরি প্রসঙ্গে ফিরে মোলিনা বলেন, “আমার মতে, আজ ৫০-৫০ ম্যাচ ছিল। আমরা এফসি গোয়া ম্যাচের তুলনায় খারাপ খেলিনি। ম্যাচ জিততে হলে গোল করতে হয়। আমরা চেন্নাইয়ে গোল করিনি। জামশেদপুরে গোল করেছিলাম, কিন্তু সেই পর্যায়ে পৌঁছতে পারিনি। তবে জামশেদপুর এবং অন্যান্য ম্যাচে আমরা অনেক গোল করার সুযোগ পেয়েছিলাম”।

লিগ শিল্ড ধরের রাখার ব্যাপারেও যথেষ্ট আশাবাদী মোহনবাগান কোচ। তবে কাজটা যে মোটেই সোজা হবে না, তা বুঝতেই পারেন মোলিনা। বলেন, “আমাদের এখনও কিছু ম্যাচ বাকি আছে। এখনও অনেক পরিশ্রম বাকি। আমাদের লড়াই করতে হবে। কিছু ম্যাচ জিততেই হবে। আজ আমরা শিল্ডের আরও কাছাকাছি গেলাম। কিন্তু কাজ শেষ হয়নি”।

মোহনবাগানের মতো দলের খেলোয়াড়দের যে চাপের মধ্যেই থাকতে হয় সব সময়, তা বুঝে গিয়েছেন মোলিনা। তিনি বলেন, “মোহনবাগান এসজিতে কখনও চাপ কম থাকে না। এখানে সবচেয়ে বেশি চাপ থাকে। আমরা তা জানি এবং বুঝি। এটা আমাদের সমস্যা নয়। আমরা এই চাপ সামলাতে পারি। যতক্ষণ না আমরা জিততে পারি, ততক্ষণ চাপ থাকবেই। কিন্তু এই মুহূর্তে চাপ কমেনি। আমার মনে হয় লিগের শেষ পর্যন্ত এই চাপটা থাকবে”।

(লেখা আইএসএল ওয়েব সাইট থেকে)

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments