অলস্পোর্ট ডেস্ক: শিশু দিবসের প্রাক্কালে জমজমাট ব্যানিয়ান ট্রি অটোমোবাইল (বিটিএ)-সিএসজেসি ফুটবল স্কুলের টুর্নামেন্ট। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ক্লাব মাঠে যেন উৎসবের পরিবেশ। ফুটবল স্কুলের ছাত্রীরা লড়াই চালাল সেরার শিরোপা ছিনিয়ে আনতে। অংশ নিয়েছিল তিনটে টিম— ১) টিম সিএসজেসি প্রেসিডেন্ট, ২) টিম ব্যানিয়ান ট্রি অটোমোবাইল ও ৩) আমার ট্রি রিসর্ট মন্দারমনি। ফাইনালে তীব্র প্রতিযোগিতার পরে আমার ট্রি রিসর্টকে হারিয়ে চ্যাম্পিয়ন হল টিম সিএসজেসি প্রেসিডেন্ট।
ম্যাচ শেষে সব ফুটবলারকে মেডেল দেওয়া হয়। দেওয়া হয় উইনার্স এবং রানার্স ট্রফি। পুরস্কার দিয়ে উৎসাহিত করে গেলেন প্রাক্তন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। খুদে ফুটবলারদের হাতে ব্যক্তিগতভাবে চকোলেটও তুলে দেন তিনি। তিনি বলেন, ‘আমার জানা নেই, দেশের আর কোনও ক্রীড়া সাংবাদিক ক্লাব এ ভাবে উদ্যোগ নিয়ে মেয়েদের কোনও ফুটবল ক্যাম্প চালায় কি না! সিএসজেসি পথ প্রদর্শক হয়ে রইল।’
মাঠে বসে খেলা দেখেন ও উৎসাহ দিয়ে যান ‘আমার ট্রি’-র অন্যতম কর্ণধার আবির রায় চৌধুরী, প্রাক্তন পুলিশ কর্তা সুরজিৎ দে। ম্যাচগুলো পরিচালনা করেন ভারতীয় ফুটবলে মেয়েদের প্রথম ফিফা রেফারি অনামিকা সেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার